HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওর নারী ভারতের রাজস্থানের ভারতীয় কিষান ইউনিয়নের জেলা সভানেত্রী ভূমি বিরমি, নূপুর শর্মা নন।

By - Md Abdullah Khan | 29 Jun 2022 10:47 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি থেকে সাময়িক বরখাস্ত হওয়া মুখপাত্র নূপুর শর্মাকে মারধর করা হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ এক মহিলাকে টানতে-টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি প্রতিরোধ করছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ২০ জুন 'Abdus Salami' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "নুপুর শর্মা কে গন ধৌলাই| নবী কে কুটুক্তি করেছিল।" পোস্টের স্ক্রিনশট দেখুন--

 পোস্টটি দেখুন এখানে 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওতে দেখতে পাওয়া নারী ভারতের রাজস্থানের ভারতীয় কিষান ইউনিয়নের জেলা সভানেত্রী ভূমি বিরমি।

মনোযোগ দিয়ে দেখার পর, ভিডিওটিতে দেখতে পাওয়া পুলিশদের উর্দির প্রতীকের সাথে, রাজস্থান পুলিশের উর্দির স্পষ্ট মিল পাওয়া যায়। নিচে ছবি দুটির তুলনা দেখুন--


ভিডিও থেকে কী ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, 'Albela Khan' নামের একটি ফেসবুক আইডিতে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া নারীর ছবি যুক্ত করে 'ভূমি বিরমি' নামে কৃষক নেত্রীকে অভিবাদন জানানো হয়েছে। পোস্টে ভূমি বিরমিকে ট্যাগও করা হয়েছে। স্ক্রিনশট দেখুন-- 

পোস্টটি দেখুন এখানে

'Bhumi Birmi' আইডিটিতে অনুসন্ধান করার পর, ১৫ জুনে আপলোড করা আলোচ্য ভিডিওটির একটি দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়। আইডিতে পরিচয় হিসাবে লেখা হয়েছে জেলা সভাপতি, মহিলা শাখা, ভারতীয় কিষান ইউনিয়ন (অরাজনৈতিক)। আইডির আরও ছবি দেখে নিশ্চিত হওয়া যায় ভিডিওতে দেখতে পাওয়া নারী ভূমি বিরমিই।

Full View

এই সূত্র ধরে কী-ওয়ার্ড সার্চের পর, রাজস্থানের স্থানীয় চ্যানেল ফার্স্ট ইন্ডিয়া নিউজের ইউটিউব চ্যানেলে গত ১৬ জুন পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি দেখতে পাওয়া বিক্ষোভের ফুটেজের সাথে ভাইরাল ভিডিওর নারীদের উপস্থিতি লক্ষ্যনীয়। ভিডিও থেকে জানা যায়, রাজস্থানের চুরুর তারানগর বিধানসভা কেন্দ্রে অল ইন্ডিয়া কিষাণ সভার নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে বিক্ষোভ প্রদর্শন করে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে তাদের দাবি নিয়ে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিসে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে কৃষকদের সংঘর্ষ হয়।

Full View

সার্চ করার পর, ভারতের সংবাদমাধ্যম এবিপি'র হিন্দি সংস্করণে গত ১৬ জুন এই ভারতীয় কিষান ইউনিয়নের এই জমায়েত খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে ভূমি বিরমির উপস্থিত থাকার কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের (স্বয়ক্রিয় অনুবাদকৃত) স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

অর্থাৎ ভিডিওটি নুপুর শর্মার নয় বরং ভারতের রাজস্থান রাজ্যের কৃষক নেত্রী ভূমি বিরমির।

বুম বাংলাদেশের পক্ষ থেকে ভূমি বিরমি-র সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর প্রতিক্রিয়া পাওয়া মাত্র প্রতিবেদনটি আপডেট করা হবে।

সুতরাং ভারতের রাজস্থান রাজ্যের এক কৃষক নেত্রীর ভিডিওকে সাবেক বিজেপি মুখপাত্র নুপুর শর্মার দাবি করে প্রচার হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories