সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে জাতীয় দৈনিক প্রথম আলোর লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, গাজায় নির্মমতা বন্ধ না হলে প্রয়োজনে বাংলাদেশ থেকে সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১১ এপ্রিল 'HM Misbah Uddin Khan' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করা হয়। যেখানে উল্লেখ্য করা হয়, "গাজার ছোট ছোট শিশুদের যারা হত্যা করছে, খুন করছে তাদের নির্মমতা বন্ধ না হলে প্রয়োজনে আমরা সৈন্য পাঠাতে বাধ্য হবো: প্রধান উপদেষ্টা ড. ইউনূস।” স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। জাতীয় দৈনিক প্রথম আলো নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন প্রথম আলোর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ এপ্রিল একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, এই ফটোকার্ডটি প্রথম আলোর নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন। পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর লোগো ব্যবহার করে গাজায় সেনা পাঠানো নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্য সম্পর্কিত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। প্রথম আলো এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং প্রথম আলোর লোগো ব্যবহার করে নকল ফটোকার্ড দিয়ে প্রধান উপদেষ্টার বরাতে ভিত্তিহীন মন্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।