HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

তোফায়েল আহমেদের মৃত্যুর ভুয়া খবর প্রচার

তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি সত্য নয়। গণমাধ্যমকে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইন জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

By - BOOM FACT Check Team | 16 April 2025 12:38 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাকসুর সাবেক ভিপি ও ভোলা-১ আসনের সাবেক এমপি আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদ এর ছবি যুক্ত করে একটি পোস্ট করে বলা হচ্ছে; তিনি মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ১৪ ‘Md Mamunur Rashid’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ডাকসুর সাবেক ভি পি ৬৯ এর গন অভ্যুত্থানের নায়ক,বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেতা তোফায়েল আহম্মেদ ভাই আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।” পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি সত্য নয়। গণমাধ্যমকে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইন জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। 

বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’-এ ১৫ এপ্রিল “তোফায়েল আহমেদ সুস্থ আছেন” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, মৃত্যুর গুজবের বিষয়ে জানতে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তোফায়েল আহমেদ সুস্থ আছেন। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ‘দৈনিক কালবেলা’-এর অনলাইন সংস্করণে একই সময়ে (১৫ এপ্রিল) “সুস্থ আছেন তোফায়েল আহমেদ” (একই শিরোনামে)  প্রকাশিত আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনের মন্তব্যের পাশাপাশি তার জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিনের বরাতে উল্লেখ করা হয়, স্ট্রোকে আক্রান্ত হয়ে চলমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতিতে তিনি নেই। তুহিন ও তার স্ত্রী ডা. তসলিমা আহমেদ জামান মুন্নী (তোফায়েল আহমেদের মেয়ে) বাংলাদেশের এই অতিচেনা মানুষটির সার্বক্ষণিক দেখভাল করেন। 

গণমাধ্যমটিতে তার পরিবারের অন্যান্য সদস্যদের বরাতে আরো উল্লেখ করা হয়, প্রায় বিনষ্ট স্মৃতিশক্তি তাকে অনেকটাই অনুভূতিহীন করে দিয়েছে। ভয়াবহ স্ট্রোকের কারণে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে গেছে। ২৪ ঘণ্টায় দিন-রাতের দুই-তৃতীয়াংশ সময়ই ঘুমিয়ে থাকেন। হাঁটতে পারেন না। শারীরিক জটিলতার কারণে প্রায়ই তাকে হাসপাতালে নেওয়া হয় (সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি সঠিক নয়।

সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামীলীগ নেতা তোফায়েল আহমেদের মৃত্যুর ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories