সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, গ্রুপ ও পেজ থেকে কোমর পানিতে গায়ে হলুদের দুটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি বন্যার মধ্যে গায়ে হলুদ অনুষ্ঠান চলছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৭ আগস্ট 'Aayaz Talukder' নামের একটি আইডি থেকে দুটি ছবি পোস্ট করে বলা হয়, "দেশে যাই হয়ে যাক বিয়ে করতেই হবে। ভালো কথা, ফুলশয্যা কোথায় করবে? আশ্রয়কেন্দ্রে? 😁😂।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ছবিটি দেশের পূর্বাঞ্চলীয় কয়েকটি জেলায় অতিবৃষ্টি ও ভারত থেকে আসা আকস্মিক পানিতে সৃষ্ট চলমান ভয়াবহ বন্যার বলে দাবি করা হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। কোমর পানিতে গায়ে হলুদের অনুষ্ঠান দাবিতে প্রচারিত ছবিগুলো সাম্প্রতিক বন্যার সময়ে নয় বরং এটি ২০২০ সালে পটুয়াখালিতে একটি বিয়ের অনুষ্ঠানের।
আলোচ্য ছবির রিভার্স ইমেজ সার্চ করে "জোয়ারের পানিতে গায়ে হলুদ" শিরোনামে ২০২০ সালের ২৪ আগস্ট প্রকাশিত 'প্রথম আলোর’'একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে প্রকাশিত দুটি ছবির সঙ্গে আলোচ্য ছবি দুটির হুবহু মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কলাউপাড়া গ্রামটি জোয়ারের পানিতে থইথই করছে। এর মধ্যেই গায়ে হলুদের আয়োজন করে লালুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ফকির। স্ক্রিনশট দেখুন--
নিচে ফেসবুকে ভাইরাল ছবি (বামে) এবং প্রথম আলোয় প্রকাশিত ছবি (ডানে) দুটির মধ্যে মিল দেখুন পাশাপাশি--
উল্লিখিত প্রতিবেদনের সূত্র ধরে কি ওয়ার্ড সার্চ করে "জোয়ারের পানিতে ছাত্রলীগ নেতার গায়ে হলুদ" শিরোনামে 'যুগান্তর' অনলাইনে ২০২০ সালের ২৪ আগস্ট আরো একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে প্রকাশিত ছবি দুটির সঙ্গে ভাইরাল ছবির মিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "লালুয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ফকির গত মাসের ২৯ জুলাই বিয়ে করেন। তার শ্বশুরবাড়ি রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাববুনিয়া গ্রামে। গত ২০ আগস্ট তিনি নববধূকে নিজ বাড়িতে তুলে আনেন। ২২ আগস্ট দুপুরে জোয়ারের পানির মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়। জোয়ারের পানিতে চারদিক যখন থৈ থৈ করছে, তখন তাঁর বাড়ির উঠোনে চেয়ার পেতে বর-কনেকে হলুদ দেয়া হয়। এতে আত্মীয়স্বজনরা অংশ নেন।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ কোমর পানিতে গায়ে হলুদের ভাইরাল ছবিগুলো সাম্প্রতিক নয় বরং এটি ২০২০ সালের পুরোনো।
সুতরাং জোয়ারের পানিতে গায়ে হলুদের পুরোনো ছবি চলমান বন্যার সময়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।