HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ট্রাম্পের সঙ্গে হাসিনা পুত্র জয়ের সাক্ষাৎ দাবিতে ভাইরাল ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, ডোনাল্ড ট্রাম্পের পাশে থাকা মার্কিন সিনেটর মার্কো রুবিও’র ছবি এডিট করে জয়ের ছবি বসানো হয়েছে।

By - Mamun Abdullah | 24 Nov 2024 2:54 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে জয় সাক্ষাৎ করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে

গত ১৯ নভেম্বর "সচেতন নাগরিক" নামের একটি ফেসবুক আইডি থেকে ছবিটি পোস্ট করে লেখা হয়, "ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পর সাক্ষাৎ করলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পুত্র, সজীব ওয়াজেদ জয়! সেই সুবাদে.. সুদি মহাজনদের পায়জামা মাখানোর অবস্থা!! ✌️” নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। প্রকৃতপক্ষে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ানো মার্কিন সিনেটর মার্কো রুবিও’র চেহারা এডিট করে সেখানে সজীব ওয়াজেদ জয়ের চেহারা বসানো হয়েছে।

সাধারণত ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর সম্প্রতি তাঁর সঙ্গে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সাক্ষৎ করলে তা জাতীয় গণমাধ্যমগুলোতে প্রচার হওয়াটাই স্বাভাবিক। যদিও এ ব্যাপারে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে কোনো ধরণের প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

পরে ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে “Trump unveils plan to threaten Mexico with 25% tariffs for border security” শিরোনামে ‘New York Post’ পত্রিকার ওয়েবসাইটে ৪ নভেম্বর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনের মধ্যে অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবির নিচে ক্যাপশনে বলা হয়, “রালেতে আয়োজিত ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন সিনেটর মার্কো রুবিও।” স্ক্রিনশট দেখুন-- 



উল্লিখিত প্রতিবেদনের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে “How Trump went from deriding 'Little Marco' to nominating Rubio for secretary of state” শিরোনামে ‘USA TODAY’ পত্রিকায় ৪ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে ট্রাম্পের সঙ্গে মার্কো রোবিও ওই ছবিটি পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৪ নভেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিওকে নর্থ ক্যারোলিনার রালের জেএস ডর্টন এরিনায় আয়োজিত নির্বাচনী সমাবেশের সময় অভ্যর্থনা জানিয়েছেন। স্ক্রিনশট দেখুন-- 



নিচে ফেসবুকে প্রচারিত ভাইরাল ছবি (বামে) এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মার্কো’র অরিজিনাল ছবিটির (ডানে) সমঞ্জস্যতা দেখুন পাশাপাশি-- 


অর্থাৎ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দাবিতে প্রচারিত এই ছবিটি এডিটেড। ট্রাম্পের সঙ্গে থাকা মার্কো রোবিও’র চেহারা এডিট করে জয়ের ছবি বসানো হয়েছে।

সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার দাবিতে একটি সম্পাদিত ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories