HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি জাহান্নাম সংক্রান্ত থ্রিডি চিত্র দেখে দর্শকের প্রতিক্রিয়ার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি কারবালার মর্মান্তিক কাহিনী নিয়ে নির্মিত অ্যানিমেশন ভিডিও দেখার পর দর্শকের আর্তনাতের।

By - Md Abdullah Khan | 26 Sept 2022 10:53 PM IST

ফেসবুকের একাধিক আইডি, পেজ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, থ্রি-ডি গ্রাফিক্সের মাধ্যমে ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী পরকালের জাহান্নামের শাস্তির ধারণা নিয়ে বানানো ক্লিপ দেখে দর্শকরা কান্নায় ভেঙ্গে পড়ছেন। ভিডিওতে দেখা যায় একদল ব্যক্তি থ্রি-ডি ক্যামেরায় দৃশ্য দেখে আর্তনাত করছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৫ সেপ্টেম্বর "Nazir Hossain" নামের ফেসবুক আইডি থেকে ভিডিও ক্লিপটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "3D গ্রাফিক্স এর মাধ্যমে জাহান্নামের শাস্তির ধারনা নিয়ে স্থির চিত্র বানানো হয়, সেটা দেখে ভয়ে কান্নায় ভেংগে পড়ে😰 একবার ভাবুন আসল জাহান্নামের শাস্তি কতটুকু ভয়াবহ হবে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের এই ভয়াবহ শাস্তি থেকে মাফ করুন____ আমিন" । স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি কারবালার মর্মান্তিক কাহিনী নিয়ে নির্মিত অ্যানিমেশন ভিডিও দেখার পর দর্শকের আর্তনাতের। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী পরকালে জাহান্নামের শাস্তির ধারণা নিয়ে থ্রিডি গ্রাফিক্সের মাধ্যমে বানানো কোনো 'স্থিরচিত্র' দেখে দর্শকের প্রতিক্রিয়ার নয়।

ভিডিওটিতে ইংরেজিতে "VR Al-Hasahimiya" নামে একটি লোগো দেখতে পাওয়া যায়। সার্চ করে দেখা যায় মূলত এটি ভার্চুয়াল রিয়ালিটি স্টুডিও। ইউটিউবে তাদের চ্যানেল দেখুন এখানে


কীওয়ার্ড ধরে সার্চ করার পর, 'VR Karbala' নামের একটি ইন্সটাগ্রাম হ্যান্ডেলে "VR Karbala Event in Iraq" ক্যাপশনে আপলোড করা মূল ভিডিওটিও খুঁজে পাওয়া যায়, যা ৯ আগস্ট আপলোড করা হয়েছে। দেখুন-- 

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনে লেখা আছে, "Become a part of VR Karbala Family and help us make millions of people experience the tragedy of Imam Hussain (as) through Virtual Reality, an experience never felt before." যার বঙ্গানুবাদ, "ভিআর কারবালা পরিবারের অংশ হোন এবং কারবালায় ঘটা ইমাম হুসাইন (রা.) এর ট্রাজেডির ব্যাপারে ভার্চুয়াল বাস্তবতার মাধ্যমে যেন লাখ লাখ মানুষ অভিজ্ঞতা লাভ করতে পারে সেজন্য আমাদের সহযোগিতা করুন, এক অনন্য অভিজ্ঞতা যা তাঁরা আগে অনুভব করেননি।" বিবরণের কোথাও এটি জাহান্নামের দৃশ্য বলে দাবি করা হয়নি। পোস্টের নিচে ওয়েবসাইটের ঠিকানাও যুক্ত করা আছে।

ভিআর কারবালা ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায় সেখানে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি অ্যানিমেশনের মাধ্যমে ঐতিহাসিক কারবালা যুদ্ধের ঘটনার নাটকীয় দৃশ্য থ্রিডি মাধ্যমে ফুটিয়ে তুলেছে। স্ক্রিনশট দেখুন--

লিংক দেখুন এখানে

অর্থাৎ ভিডিওটি জাহান্নামের শাস্তির ধারণা নিয়ে নির্মিত থ্রিডি ভিডিও দেখে মানুষের কান্নায় ভেঙ্গে পড়ার ঘটনার নয়।

প্রসঙ্গত ৬১ হিজরিতে ইরাকের কারবালা প্রান্তরে মহানবী (সা.)-এর দৌহিত্র হযরত হুসাইন (রা.)-এর মর্মান্তিকভাবে শহিদ হন, যা ইসলামের ইতিহাসে এক কালো অধ্যায়।

সুতরাং কারবালার মর্মান্তিক কাহিনী নিয়ে অ্যানিমেশন ভিডিও দেখার পর দর্শকের প্রতিক্রিয়ার ভিডিওকে জাহান্নামের ধারণা নিয়ে বানানো ভিডিও দেখে দর্শকের আর্তনাতের বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories