সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি সদ্য প্রয়াত ভারতীয় অভিনেত্রী ঐন্দ্রিলাকে তার প্রেমিকের শেষ বিদায় দেয়ার ঘটনার। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২০ নভেম্বর 'Sani Rehman' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিও ফুটেজটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "ভালোবাসার শেষ অধ্যায় এ এসেও সব্যসাচী প্রমান করে দিল তার ভালোবাসা কতটা নিখুঁত ছিল সিঁথিতে সিঁদুর দিয়ে!! হ্যাঁ এটাই ভালোবাসা [...]"। অর্থাৎ দাবি করা হচ্ছে ভিডিওটিতে দেখতে পাওয়া মৃত তরুণী পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা ও যুবকটি ঐন্দ্রিলার প্রেমিকা সব্যসাচী চৌধুরী। স্ক্রিনশট দেখুন--
প্রসঙ্গত গত ২০ নভেম্বর রোববার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভারতের পশ্চিমবঙ্গের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। এর আগে এই অভিনেত্রী ক্যান্সারে আক্রান্ত হয়েও সেরে উঠেছিলেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়।
ভিডিওটি থেকে কী ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, Sangbadlahar.Com নামে একটি অহমিয়া ভাষী সংবাদমাধ্যমে "অমৰ প্ৰেমৰ এক কৰুণ কাহিনী! মৃত প্ৰেয়সীৰ কপালত সেন্দুৰ আঁকি দিলে বিতোপনে।" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। সংবাদটির অনুবাদ থেকে জানা যায়, আসামের নওগাঁওয়ের রাহা শহরের প্রার্থনা বোরার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল যুবক বিতুপান তামুলির। বিয়ের কথাবার্তা চলাকালীন অসুস্থ হয়ে প্রার্থনা গত ১৮ নভেম্বর গোয়াহাটির এক বেসরকারী হাসপাতালে মারা যান। সেই স্মৃতিতে শেষ বিদায়ে প্রেমিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে শেষ বিদায় জানান প্রেমিক। স্ক্রিনশট দেখুন--
অহমীয়া সংবাদমাধ্যম টাইম৮ নিউজের ইউটিউব চ্যানেলে এই যুগলকে নিয়ে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনও প্রকাশিত হতে দেখা গেছে। দেখুন--
আলোচ্য ভিডিওটি সহ খবরটি ভারতের মূলধারার সংবাদমাধ্যম ইটিভি ভারতেও প্রকাশিত হয়েছে।
অর্থাৎ ভিডিওটি ভারতীয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার নয় বরং ভিন্ন এক অহমীয়া যুগলের।
সুতরাং ভারতের আসাম রাজ্যের ভিন্ন ঘটনার একটি ভিডিওকে সদ্য প্রয়াত ভারতীয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।