HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

এটি গেমসের ভিডিও, ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের নয়

বুম বাংলাদেশ দেখেছে, মিলিটারি সিমিউলেশন গেমসের ভিডিওকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ভিডিও বলে দাবি করা হচ্ছে।

By - Ummay Ammara Eva | 11 Oct 2023 5:13 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ভিডিওটি হামাস যোদ্ধাদের ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করার সময়ে ধারণ করা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে

গত ৮ অক্টোবর 'এজাজ হাসান পাটওয়ারী' নামে একটি ফেসবুক আইডি থেকে দুটি ক্লিপ যুক্ত করে তৈরি একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "আলহামদুলিল্লাহ! হামাস যোদ্ধা কর্তৃক ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করার ভিডিও। একদিন মাজলুমদের বিজয় অর্জিত হবেই হবে, ইনশাআল্লাহ! #ফিলিস্তিন #হামাস #গাজা #GazaUnderAttack"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এটি একটি মিলিটারি সিমিউলেশন গেমসের ভিডিও, সাম্প্রতিক ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের ভিডিও নয়।

আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে RIMStudio নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৭ ফেব্রুয়ারি "KA-50 Battle helicopter shot down by FIM-92F Advanced Stinger Missile l St.77 MilSim ARMA3 #shorts" শিরোনামে একটি শর্ট ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচ্য ভিডিওটিতে যুক্ত প্রথম ভিডিওটির সাথে ওই ভিডিওটির মিল পাওয়া যায়। ভিডিওটির বর্ণনা অংশে বলা হয়, ভিডিওটি ARMA3 নামে একটি মিলিটারি সিমিউলেশন গেমসের ভিডিও। 'Bohemia Interactive a.s.' এর মাধ্যমে ওই গেমস ভিডিওটি তৈরি করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--


আরো সার্চ  করে 'Kazinkka Warrior' নামে একটি ইউটিউব চ্যানেলে গত ৪ অক্টোবর "Two combat helicopters shot down by anti aircraft defense - Arma" শিরোনামে প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটি এবং আলোচ্য ভিডিওটিতে যুক্ত দ্বিতীয় ভিডিও ক্লিপটি হুবহু এক। এই ভিডিওটির বর্ণনা অংশেও বলা হয়েছে, ভিডিওটি ARMA3 নামে একটি মিলিটারি সিমিউলেশন গেমসের ভিডিও। বাস্তবে ঘটা কোনো দৃশ্য নয়। ইউটিউব ভিডিওটি দেখুন--

Full View

অর্থাৎ আলোচ্য পোস্টে যুক্ত ভিডিও দুটি হামাস যোদ্ধা কর্তৃক ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করার ভিডিও নয়। বরং দুটি ভিডিওই মিলিটারি সিমিউলেশন গেমসের ভিডিও।

সুতরাং ভিডিও গেমসের ক্লিপকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories