সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, মহানবীকে (সা.) নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মার বাড়িতে হামলা করে ভারতের জনগণ। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৪ জুন 'Ma Ru F' নামের ফেসবুক আইডি থেকে থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "নূপুর শর্মার বাস ভবন ভাংচুর করেছে ভারতের তৌহিদী জনগণ"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি নূপুর শর্মার বাড়িতে হামলার নয় বরং ভারতের ওড়িষ্যা রাজ্যের একটি সরকারি অফিসে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের।
কী ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করার পর, ভিডিওটি ভারতীয় টিভি চ্যানেল 'অডিশা টিভি'র ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া গেছে, যা গত ৬ জানুয়ারি সম্প্রচারিত হয়েছে। ভিডিওটি দেখুন--
ইউটিউব ভিডিওর বিবরণে লেখা হয়, "ভদ্রাকে কালেক্টর অফিসের বাইরে বিজেপি কর্মী ও পুলিশের সংঘর্ষ"। ভদ্রাক ভারতের ওড়িষ্যা রাজ্যের একটি শহর। ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--
একই ঘটনায় অডিশা টিভি'র ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, কালেক্টর অফিসের বাইরে পুলিশের সাথে হাতাহাতির ঘটনায় ভদ্রাক জেলা বিজেপির অন্তত আট কর্মীকে শুক্রবার গ্রেফতার করা হয়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি ভারতের ওড়িষ্যা রাজ্যের একটি বিক্ষোভের।
প্রসঙ্গত একাধিকবার সার্চ করেও বুম বাংলাদেশ নূপুর শর্মার বাড়িতে হামলা সম্পর্কিত কোনো তথ্য খুঁজে পায়নি।
সুতরাং ভিন্ন ঘটনার ভিডিওকে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মার বাড়িতে হামলা দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।