সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিওটি প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস একটি গান পরিবেশন করছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
ফেসবুকে ‘Imran Khan Imk’ নামের অ্যাকাউন্ট থেকে রিলস ভিডিওটি পোস্ট করে উল্লেখ করা হয়, “মনে মনে মহাজন এইডাই কয়”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি বিভ্রান্তিকর। ভিন্ন এক ব্যক্তির ভিডিওকে এআই প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে আলোচ্য ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে 'FAKEME APP' লেখা সম্বলিত একটি লোগো দেখতে পাওয়া যায়। সার্চ করে দেখা যায়, ভিডিওটি একটি 'ফেস সোয়াপ' তথা চেহারা পরিবর্তন করার একটি সার্ভিস মাধ্যমে তৈরি করা, যার মাধ্যমে ইচ্ছে অনুযায়ী কন্টেন্টের চেহারা পরিবর্তন করা যায়। বর্তমানে নিখুঁত ফেস সোয়াপ ফিচারগুলো এআই প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়।
আলোচ্য ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে ছবি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে সামাজিক মাধ্যম ‘ইউটিউবে’-এ গত ৩ নভেম্বর “Salman Muzik” নামের একটি চ্যানেল থেকে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। আলোচ্য ভিডিওর সাথে এই ভিডিওটির স্থান, পোষাক ও দৃশ্যপটের মিল পাওয়া যায়। ভিডিওতে উল্লেখ করা হয়, মিউজিক ভিডিওটির গানের শিল্পী 'হুমায়ুন সরকার'। উপস্থাপনার ভঙ্গিতে বোঝা যায় শিল্পী নিজেই গানের সাথে অভিনয় করেছেন। ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে আরো সার্চ করে শিল্পীর সামাজিক মাধ্যমের প্রোফাইল থেকে নিশ্চিত হওয়া যায়, ভিডিওতে দেখতে পাওয়া ব্যক্তির নাম 'হুমায়ুন সরকার'।
অর্থাৎ 'হুমায়ুন সরকার' নামের একজন শিল্পীর ভিডিওতে এআই প্রযুক্তির মাধ্যমে তার চেহারা পরিবর্তন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখমণ্ডল যুক্ত করে দেওয়া হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস এর ফেস সোয়াপ করে তৈরি ডিপফেক ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।