HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানের শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের ভুয়া খবর থ্রেডসে

বুম বাংলাদেশ দেখেছে, সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবারই থাকছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

By - Ummay Ammara Eva | 31 Dec 2024 8:56 PM IST

সামাজিক মাধ্যম থ্রেডসের একাধিক আইডি থেকে পোস্ট করে বলা হচ্ছে, ২০২৫ সালে শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি বাতিল করা হয়েছে। এরকম কয়েকটি থ্রেডস পোস্ট দেখুন এখানে, এখানেএ খানে, এখানেএখানে এখানে

গত ৭ ডিসেম্বর 'rakibul_islam_rokcy' নামের একটি থ্রেডস একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "ব্রেকিং নিউজ: শিক্ষার নতুন সূর্যোদয়! ২০২৫ থেকে শনিবার ক্লাস, শুক্রবার পূর্ণাঙ্গ ছুটি। দেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন! ২০২৫ সাল থেকে শনিবার সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, আর সাপ্তাহিক ছুটি হবে শুক্রবার। নতুন এই উদ্যোগ শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় এনে দেবে এক নতুন অধ্যায়, বলছে সংশ্লিষ্ট মহল।" স্ক্রিনশট দেখুন--

 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৫ সালের শিক্ষাপঞ্জি পর্যবেক্ষণ করে সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবারই থাকছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আলোচ্য দাবিটির সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে গত ২৩ ডিসেম্বর "২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ, শনিবার স্কুল খোলা থাকবে কিনা জানা গেল" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তারের সই করা প্রজ্ঞাপনে প্রকাশিত শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং শনিবারই থাকছে। স্ক্রিনশট দেখুন--



এছাড়া এনটিভি এবং চ্যানেল টোয়েন্টি ফোরের অনলাইন ভার্সনে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য।

পরবর্তীতে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের ওয়েবসাইটে গিয়ে গত ২৩ ডিসেম্বর "সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৫ সালের (১৪৩১-১৪৩২), শিক্ষাবর্ষের ছুটি তালিকা ও শিক্ষাপঞ্জি" শিরোনামে প্রকাশিত একটি প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায়। প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়, "সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ৭৬ দিন।" স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাপ্তাহিক ছুটি হিসেবে শনিবারের ছুটি বাতিলের দাবিটি ভুয়া।

সুতরাং, শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে থ্রেডসে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories