সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপ, আইডি ও পেজ থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভি'র লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ছবি দিয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত তিনি পদত্যাগ করবেন না। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১২ নভেম্বর 'T Sports' নামের একটি গ্রুপে 'Sakil Ahmed' নামের একটি আইডি থেকে এমন একটি ফটোকার্ড পোস্ট করে সেখানে লেখা হয়, "বাংলাদেশ বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমি পদত্যাগ করব না: নাজমুল হাসান পাপন। ২ টায় অসম্ভব, ভাইয়েরা ওনি কি বলেন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের এমন মন্তব্য নিয়ে বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভি কোনো ফটোকার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে গণমাধ্যমটি।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডের অনুরূপ তথ্য সম্বলিত আরটিভির অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। এমনকি বিসিবির ওয়েবসাইট, অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্য কোনো সংবাদ মাধ্যমেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি আরটিভির নয় বলে সম্প্রচারমাধ্যমটির ফেসবুক পেজে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ১৩ নভেম্বর আরটিভির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে বলা হয়, "আরটিভি'র নামে ছড়ানো এই ছবি ও তথ্য নকল, আমাদের তৈরি নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।" পোস্টটি দেখুন--
অর্থাৎ, আরটিভি বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের নামে এমন কোনো ফটোকার্ড তৈরি বা প্রকাশ করেনি।
প্রসঙ্গ প্রায় এক দশক ধরে বিসিবি সভাপতির পদে রয়েছেন নাজমুল হাসান পাপন। সদ্য সমাপ্ত ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণে বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নেওয়ার পর পাপনের অবস্থান নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এ ঘটনার দায়ে গত ১২ই নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী খোন্দকার হাসান শাহরিয়ার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও অধিনায়ক সাকিব আল হাসানের পদত্যাগ চেয়ে আইনি নোটিশ পাঠান। যদিও এ ব্যাপারে অফিসিয়ালি কোনো মন্তব্য বা বিবৃতি দেননি বিসিবি সভাপতি পাপন। এমনকি কোনো সংবাদ মাধ্যমেও তার পদত্যাগ সংক্রান্ত বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি।
সুতরাং আরটিভির লোগো যুক্ত করে বিসিবি প্রেসিডেন্টের নামে ভুয়া মন্তব্য দিয়ে বানানো ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।