HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

টম ক্রুজ ও ক্যামেরন ডিয়াজের ছবিটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, একটি শো'তে 'নাইট এন্ড ডে' সিনেমার প্রচারকালে তোলা একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।

By - Tausif Akbar | 1 Oct 2023 9:30 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে হলিউড অভিনেতা টম ক্রুজ ও অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের পাশাপাশি দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিটিতে অভিনেত্রী ক্যামেরন ডিয়াজকে অভিনেতা টম ক্রুজের চেয়ে বেশ লম্বা হিসেবে দেখা যায়। পোস্টটি দেখুন এখানে

গত ২ আগস্ট 'হলিউড মুভি ওয়ার্ল্ড' ফেসবুক গ্রুপে 'Wally West' নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে "থ্রোব্যাক- Vanilla Sky এর প্রিমিয়ারে টম ক্রুজ আর ক্যামেরন ডিয়াজ ❤️" ক্যাপশনে টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজের একটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, ক্যামেরন ডিয়াজের চেয়ে টম ক্রুজের উচ্চতা বেশ কম। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ হলিউড অভিনেত্রী ক্যামেরন ডিয়াজের তুলনায় অভিনেতা টম ক্রুজের উচ্চতা অনেক কম বলে ওই পোস্টে দাবি করা হচ্ছে।

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয় এবং পোস্টে যুক্ত ছবিটি এডিট করা। মূল ছবিটি ২০১০ সালের ২২ জুন টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে ABC News- এর শো 'গুড মর্নিং আমেরিকা)' পরিদর্শন এবং একই সাথে তাদের অভিনীত 'নাইট এন্ড ডে' সিনেমার প্রচারকালে তোলা হয়। এছাড়া, ছবিটি Vanilla Sky সিনেমার প্রিমিয়ার থেকেও তোলা নয়।

আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ব্লগ কন্টেন্ট ম্যানেজমেন্ট সাইট 'Blogspot' এ 'thetallwomen' নামের একটি ব্লগ সাইটে "Cameron Diaz Tall and very strong..." শিরোনামে ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি আপলোড করা মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। এবারে আলোচ্য ছবিটি (বামে) এবং ব্লগসাইট থেকে প্রাপ্ত ছবির (ডানে) মধ্যে তুলনা দেখুন--


এছাড়াও, অনলাইন স্টক ইমেজ সাইট 'gettyimages' এ  "Celebrity Sightings In New York City - June 22, 2010" শিরোনামে একই ইভেন্টে একই স্থানে টম ক্রুজ ও ক্যামেরন ডিয়াজের পাশাপাশি দাঁড়িয়ে তোলা আরো একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবির বর্ণনায় উল্লেখ করা হয়েছে, টম ক্রুজ এবং ক্যামেরন ডিয়াজ নিউ ইয়র্ক সিটিতে ২০১০ সালের ২২ জুন টাইমস স্কয়ারে ABC-র "গুড মর্নিং আমেরিকা (শো)" পরিদর্শন করেন। স্ক্রিনশট দেখুন--


প্রাপ্ত তথ্য থেকে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে 'ABC News'-এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০১০ সালের ২২ জুন "Tom and Cameron on 'Knight and Day" শিরোনামে প্রকাশিত 'গুড মর্নিং আমেরিকা' শো এর পূর্ণাঙ্গ ভিডিওটি পাওয়া যায়। ভিডিওতে উল্লেখ করা হয় তারা তাদের 'Knight and Day' সিনেমার প্রোমোশনের অংশ হিসেবে শো-তে অংশগ্রহণ করেছিলেন।

অর্থাৎ, আলোচ্য ছবিতে প্রযুক্তিগত সহায়তায় ক্যামেরন ডিয়াজের উচ্চতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, আলোচ্য ছবিটি Vanilla Sky এর প্রিমিয়ার থেকে তোলা নয়। কারণ, Vanilla Sky  সিনেমাটি ২০০১ সালে, তথা আলোচ্য ছবিটি তোলার নয় বছর আগে মুক্তি পেয়েছে।

এডিটেড ছবিটি প্রচারের শুরু সম্পর্কে যা জানা যায় 

সার্চ করে দেখা যায়, আর্টিস্টদের আর্টওয়ার্ক, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি প্রকাশের অনলাইন কমিউনিটি সাইট 'DeviantArt'-এ 'lowerrider' নামক প্রোফাইল থেকে ২০১৪ সালের ১৪ জুন ছবিটি প্রকাশ করা হয়। প্রোফাইলটি ঘেঁটে দেখা গেছে; বিভিন্ন সময়ে-ই এই প্রোফাইল থেকে পাশাপাশি অবস্থানরত দু'জন তারকার ছবির মধ্য থেকে একজনের উচ্চতা বৃদ্ধি করে প্রকাশ করা হয়। দেখুন--



অর্থাৎ টম ক্রুজ ও ক্যামেরন ডিয়াজের আলোচ্য ছবিটি প্রকৃত ছবি নয় বরং এডিট করা।

সুতরাং একটি এডিট করা ছবি ফেসবুকে প্রচার করে বলা হচ্ছে অভিনেতা টম ক্রুজ থেকে অনেক লম্বা অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ; যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories