সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হবার পর হাসপাতাল থেকে ধারণ করা। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৪ নভেম্বর 'Mohammad Sultan Fokir Page' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিও ফুটেজ শেয়ার করে লিখা হয়, "পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী ইমরান খান কে গু লি করে আহত করা হয়েছে 🥹 আল্লাহ উনাকে সুস্থতা দান করুক আমিন।" ভিডিওটিতে ইমরান খানকে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বার্তা দিতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্টচেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ২০১৩ সালের। তৎকালে পাকিস্তানের সাধারণ নির্বাচনের আগে একটি সমাবেশ চলাকালে মঞ্চ থেকে পড়ে আহত হয়ে ইমরান খান হাসপাতালে ভর্তি ছিলেন।
ভিডিওটি থেকে কী-ফ্রেম কেটে রিভার্স সার্চ করে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে ২০১৩ সালের ৮ মে "Imran Khan fall sympathies could boost prospects in Pakistan election' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ভিডিওর একটি স্থির দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালে লাহোরে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দিতে গিয়ে হঠাত্ মঞ্চের উপর থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন ইমরান খান। দেখুন--
এইসূত্র ধরে সার্চ করার পর, সংবাদমাধ্যম The Telegraph-এর ইউটিউবের চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে ১১ সেকেন্ড থেকে মূল ভিডিওটিই হুবহু খুঁজে পাওয়া যায়, যা ২০১৩ সালের ৮ মে পোস্ট করা হয়েছে। এখানেও দ্য গার্ডিয়ানের অনুরূপ বিবরণ দেয়া হয়েছে। ভিডিওটি দেখুন--
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক নয় বরং ৯ বছর পুরোনো।
প্রসঙ্গত গত বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে লংমার্চ চলাকালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খান এক বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। তবে আলোচ্য ভিডিওটি উক্ত ঘটনার নয়।
সুতরাং ৯ বছর পুরোনো একটি ভিডিওকে ইমরান খানের উপর সাম্প্রতিক হামলার দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।