HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটিতে বাতকর্মের দৃশ্য থার্মাল ক্যামেরায় ধারণ করা নয়

বুম বাংলাদেশ দেখেছে, বিনোদনের উদ্দেশ্যে আলোচ্য ভিডিওতে বাতকর্মের দৃশ্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যুক্ত করা হয়েছে।

By - Tausif Akbar | 21 April 2024 11:49 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, থার্মাল ক্যামেরায় ধারণ করা মানুষের বাতকর্মের দৃশ্য। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ৩০ মার্চ ফেসবুকের একটি গ্রুপে 'Marchool Fes' নামের পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর সাথে উল্লেখ করা হয়, "অদৃশ্য দেখার ক্যামেরা। থার্মাল ক্যামেরায় রেকর্ড করা রাস্তা ঘাটের কিছু ভিডিও ক্লিপ। এগুলো এই ধরনের ক্যামেরা আলোর পরিবর্তে বস্তুর তাপীয় দৃশ্য দেখায়! এই ক্লিপ গুলো অনেক গুলো ভিডিও থেকে কেটে নেওয়া হয়েছে!"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে বাতকর্মের দৃশ্য ধারণ করা সম্ভব নয়। আর আলোচ্য ভিডিওতে থার্মাল ক্যামেরায় মানুষের বাতকর্মের দৃশ্য ধারণ করা সম্ভব না হওয়ায়, পরবর্তীতে বিনোদনের উদ্দেশ্যে এতে বাতকর্মের দৃশ্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যুক্ত করে দেয়া হয়েছে।

ভিডিও থেকে কি-ফ্রেম নিয়ে তা রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ভিডিও শেয়ারিং সামাজিক মাধ্যম ইউটিউবে 'Banana Factory' নামের একটি চ্যানেল ২০১৬ সালের ৫ জানুয়ারি "People farting on thermal camera in public! (আর্কাইভ)" শিরোনামে প্রকাশিত আলোচ্য ভিডিওটির একটি দীর্ঘ ভার্সন খুঁজে পাওয়া যায়। ফেসবুকের আলোচ্য ভিডিও (বামে) এবং ইউটিউবে পাওয়া মূল ভিডিওটির (ডানে) দৃশ্যের তুলনামূলক মিল দেখুন--



ইউটিউবে ভিডিওটির বিস্তারিত অংশে (ডিসক্লেইমার হিসেবে) উল্লেখ করা হয়, এই ভিডিওতে জানার চেষ্টা করা হয়েছিল মানুষ উন্মুক্ত স্থানে বাতকর্ম করে কিনা বা থার্মাল ক্যামেরা বাতকর্মের বিষয়টি রেকর্ড করতে পারে কিনা। কিন্তু ক্যামেরায় কোনো বাতকর্মের দৃশ্য রেকর্ড করা যায়নি। হতে পারে ভিডিওতে ধারণকৃত মানুষেরা উন্মুক্ত স্থানে বাতকর্ম করেনি অথবা থার্মাল ক্যামেরা বাতকর্মের দৃশ্য রেকর্ড করতে পারে না। তাই বিনোদনের উদ্দেশ্যে ভিডিওতে বাতকর্মের দৃশ্য ডিজিটালি যুক্ত করে দেওয়া হয়েছে (অনূদিত ও সংক্ষেপিত)। ডিসক্লেইমার অংশের স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ আলোচ্য ভিডিওতে বাতকর্মের দৃশ্যসমূহ ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

বাতকর্মের দৃশ্য কি থার্মাল ক্যামেরায় ধারণ করা সম্ভব?

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে প্রযুক্তি বিষয়ক সাইট 'গিজমোডো'-তে ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি ''That Video of Farts Captured by Thermal Cameras Looking For Coronavirus is Totally Fake'' শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে আলোচ্য ফেসবুক ভিডিওটি প্রযুক্তিগত উপায়ে তৈরির বিষয়ে উল্লেখ করার পাশাপাশি আরো বলা হয়, ডিসকভারি চ্যানেলের মিথবাস্টার নামক শো'য়ের পক্ষ থেকে একটি যন্ত্র তৈরি করে পরীক্ষা (এক্সপেরিমেন্ট) করে দেখা যায় যে বাতকর্মের দৃশ্য থার্মাল ইমেজ স্ক্যানের মাধ্যমে দেখা সম্ভব নয়। মিথবাস্টার এর পরীক্ষার ইউটিউব ভিডিওটির প্রিভিউ দেখুন--

Full View


অর্থাৎ বাতকর্মের দৃশ্য থার্মাল ক্যামেরায় ধারণ করা সম্ভব নয় এবং আলোচ্য ভিডিওতে দৃশ্যটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যুক্ত করা হয়েছে।

সুতরাং সামাজিক মাধ্যমে বাতকর্মের দৃশ্য দাবিতে যে ভিডিও প্রচার করা হচ্ছে, তা সত্য নয়।

Tags:

Related Stories