সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি সিরিয়ার কুখ্যাত কারাগার সিদনায়াতে কয়েকজন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করার সময়ে ধারণ করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ ডিসেম্বর 'SIGMA MAN 1.0' নামে একটি ফেসবুক গ্রুপে 'RA J UN' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "দেখুন ভিডিওটা। :' কুখ্যাত সিদ নায়া কারাগারে কী নির্ম মভাবে শ'হী'দ করা হতো!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। আলোচ্য ভিডিওটি সিরিয়ার সিদনায়া কারাগার থেকে ধারণ করা হয়নি। মূলত ভিডিওটি তুরস্কভিত্তিক রিয়েলিটি হরর গেমস শো (KOLEKSİYONCU KORKU & KAÇIŞ OYUNU (COLLECTOR HORROR & ESCAPE GAME)-এর একটি ভিডিওর খণ্ডাংশ।
ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ করে ২০২২ সালের ১৬ জুলাই 'Koleksiyoncu Korku Evi' নামের একটি ইউটিউব চ্যানেল থেকে "GÖKTÜRK" শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে পাঁচজন তরুণকে একটি বাড়ির ভিতরে বিভিন্ন কক্ষে চলাফেরা করতে এবং নানারকম কর্মকাণ্ড করতে দেখা যায়। উক্ত ভিডিওটির ৪৮ মিনিট থেকে ৪৯ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে আলোচ্য ভিডিওটির মত হুবহু দৃশ্য দেখতে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
ভিডিওটির ডেস্ক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটি তুরস্কভিত্তিক রিয়েলিটি হরর গেমস শো (KOLEKSİYONCU KORKU & KAÇIŞ OYUNU (COLLECTOR HORROR & ESCAPE GAME)-এর একটি এপিসোডের। এছাড়াও, ডেস্ক্রিপশন বক্স থেকে পাওয়া লিংকে েঢুকে প্রাপ্ত ওয়েবসাইট থেকে জানা যায়, ইউটিউব চ্যানেলটি ২০১৫ সাল থেকে হরর রিয়েলিটি শো-এর আয়োজন করে আসছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি সিরিয়ার কুখ্যাত সিদনায়া কারাগারের নয় বরং তুরস্কের একটি হরর রিয়েলিটি গেমস্ শো থেকে আলোচ্য ভিডিওটি নেওয়া হয়েছে।
সুতরাং তুরস্কের একটি হরর রিয়েলিটি গেমস্ শো-এর ভিডিওকে সিরিয়ার সিদনায়া কারাগারে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।