সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে দাবি করা হচ্ছে, পুলিশ সদস্যদের গাওয়া গানের ক্লিপ এটি। ভিডিওটিতে "ডায়লগের মাস্টার শেখ হাসিনা সরকার, কয় জনগণের ভোট চুরি করার কি দরকার" শীর্ষক একটি গান শোনা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৫ সেপ্টেম্বর Md Shakil" নামের একটি ফেসবুক পেজ থেকে এমন একটি ভিডিও ক্লিপ পোস্ট করে লেখা হয়, "পুলিশের সত্যি কথা বলে👇ধন্যবাদ ভাই" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি এডিট করা। পুলিশ সদস্যরা 'কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে' শিরোনামে ভিন্ন একটি গান গাইছিলেন।
ভিডিওটির কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ পদ্ধতিতে সার্চ করে, 'Student's' নামের একটি ইউটিউব চ্যানেলে "খোল করতাল বাজিয়ে পুলিশের গান" শিরোনামে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা গত ২ জানুয়ারি আপলোড করা হয়েছে। এখানে একজন পুলিশ সদস্যকে 'কইলজার ভিতর গাঁথি রাইক্কুম তোঁয়ারে' শিরোনামের একটি আঞ্চলিক গান গাইতে শোনা যায় যেখানে মাঠে উপস্থিত অন্যান্য সদস্যরা তার সাথে গলা মেলাচ্ছেন। দেখুন--
ভিডিওটিতে দেখতে পাওয়া ব্যক্তিদের ভঙ্গি দেখে নিশ্চিত হওয়া যায় এটিও মূল ক্লিপ। পাশাপাশি, "ডায়লগের মাস্টার শেখ হাসিনা সরকার" কি-ওয়ার্ড ধরে সার্চ করে 'Bogura Fans' নামের একটি ইউটিউব চ্যানেলে " ডায়লগ এর মাস্টার শেখ হাসিনার সরকার নুর বাহিনীর নতুন গান ভোটাধিকার নিয়ে" ক্যাপশনে আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যা গত ২২ মার্চ আপলোড করা হয়েছে। ভিডিওটি শুনে নিশ্চিত হওয়া গেছে, ফেসবুকে ভাইরাল ভিডিওর সাউন্ডের অংশটি এই ভিডিও থেকে নিয়ে যুক্ত করা হয়েছে। দেখুন--
অর্থাৎ পুলিশ সদস্যদের একটি আঞ্চলিক গান গাওয়ার ভিডিওতে এডিট করে আবহে ভিন্ন সাউন্ড ক্লিপ যুক্ত করা হয়েছে।
সুতরাং পুলিশ সদস্যের কণ্ঠে গাওয়া গানের ভিডিওকে এডিট করে সাউন্ড অংশ পরিবর্তন করে আবহে ভিন্ন গান জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।