সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার অনলাইনের বাংলা সংস্করণের লোগো যুক্ত একটি প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করা হচ্ছে, যেখানে খবরের শিরোনামে লেখা রয়েছে "ড্রাইভার আবেদ আলীই কি তবে ব্র্যাকের প্রতিষ্ঠাতা? প্রশ্ন ফাঁসের টাকায়ই কি তবে দেশের শীর্ষ স্থানে ব্র্যাক?"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১০ জুলাই 'Naimur Rahman' নামের একটি অ্যাকাউন্ট থেকে এমন একটি স্ক্রিনশট পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। দ্য ডেইলি স্টারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে আলোচ্য খবরটি তাদের নয় বলে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য খবরের স্ক্রিনশটে উল্লিখিত শিরোনামে কোনো সংবাদ বা সংবাদের আর্কাইভ দ্য ডেইলি স্টার অনলাইন সংস্করণ বা ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও এমন খবর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, দ্য ডেইলি স্টারের ভেরিফায়েড ফেসবুক পেজে ১০ জুলাই একটি পোস্ট করে ডেইলি স্টারের নামে ছড়ানো এই খবরটি ভুয়া প্রচারণা বলে উল্লেখ করে আলোচ্য স্ক্রিনশটের ছবি ও তথ্য নকল বলে নিশ্চিত করা হয়েছে। ডেইলি স্টারের ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ ডেইলি স্টার পত্রিকার বাংলা সংস্করণের লোগো যুক্ত করে খবরের স্ক্রিনশটের মত করে এটি তৈরি করা হয়েছে।
সুতরাং ডেইলি স্টারের লোগো যুক্ত করে দৃশ্যত একটি খবরের স্ক্রিনশটের ন্যায় বানিয়ে বেসরকারি সংস্থা 'ব্র্যাক' এর নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।