সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি পেজ ও গ্রুপে একটি ছবি শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে "আজ থেকে বাংলাদেশে সুদ হালাল" লেখা রয়েছে এমন একটি দেয়ালচিত্র পরিদর্শন করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান তথ্য মন্ত্রনালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২০ অক্টোবর 'Prince ctg page' নামের একটি ফেসবুক পেজে এমন একটি ছবি পোস্ট করে লেখা হয়, "বাংলাদেশে এখন থেকে সুদ হালাল!! #hightlightfollowers #highlight #Bangladesh" ফেসবুক পোস্টটিতে দেয়ালচিত্রের ছবিসহ একটি ছবি শেয়ার করতে দেখা যায়। দেয়ালচিত্রটিতে লেখা থাকতে দেখা যায়, "আজ থেকে বাংলাদেশে সুদ হালাল"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। গত জুলাই মাসে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আঁকা ভিন্ন লেখাসম্বলিত একটি দেয়ালচিত্রের ছবিকে সম্পাদনা করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ 'Chief Adviser GOB (Head of the Government)'-এ করা একটি পোস্টে আলোচ্য ছবিটির অরিজিনাল ছবিটি খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, "Chief Adviser Professor Muhammad Yunus visits Dhaka University campus to see the graffitis drawn by young revolutionaries during the student-led mass uprising in July and August. Photos: CA Press Wing (প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই ও আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের সময় তরুণ বিপ্লবীদের আঁকা গ্রাফিতি দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেন।)"। এই পোস্টের ছবিটির দেয়ালচিত্রে বড় অক্ষরে লেখা থাকতে দেখা যায়, "বাংলাদেশ" আর নিচে ছোট অক্ষরে লেখা রয়েছে "একাত্তরের মুক্তিযোদ্ধা, ২৪ এর ছাত্রজনতা"। ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে আলোচ্য ছবিটি (বামে) এবং উপরের পেজ থেকে প্রাপ্ত অরিজিনাল ছবিটি (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আঁকা দেয়ালচিত্র পরিদর্শনকালে তোলা একটি ছবিকে এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং একটি ছবির দেয়ালচিত্রের লেখা এডিটের মাধ্যমে বিকৃত করে বিভ্রান্তিকর দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।