HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

গাছের উপরে বজ্রপাতের এই ছবিটি বাস্তব নয়

বুম বাংলাদেশ দেখেছে, লাইট পেইন্টিং আর্টিস্ট ড্যারেন পিয়ারসন দুটি ভিন্ন ভিন্ন ছবি মিলিয়ে আলোচ্য ছবিটি তৈরি করেছেন।

By - Ummay Ammara Eva | 22 May 2024 7:26 PM GMT

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, গাছের উপরে বজ্রপাতের সময় এই ছবিটি একজন ফটোগ্রাফার ধারণ করেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানেএখানে ও এখানে

গত ১৭ মে 'বিশ্ব ও মহাকাশ' নামে একটি ফেসবুক গ্রুপে 'MD Mømìñ Möllå' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে এমন একটি ছবি পোস্ট করে বলা হয়, "গাছে বাজ পড়ার এই অবিশ্বাস্য মুহুর্ত ক্যাপচার করেছেন ফটোগ্রাফার ড্যারেন পিয়ারসন। ফলো বিশ্ব ও মহাকাশ"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ড্যারেন পিয়ারসন নামে একজন লাইট পেইন্টিং আর্টিস্ট আলোর ব্যবহারের মাধ্যমে দুটি ছবিকে মিলিয়ে আলোচ্য ছবিটি তৈরি করেছেন।

ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে paleofuture.com নামের একটি ওয়েবসাইটে "8 More Viral Images That Are Totally Fake" শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই নিবন্ধে মিউজিয়াম অব হোক্সাসের বরাতে বলা হয়, ড্যারেন পিয়ারসন যিনি দারিউস টুইন নামেও পরিচিত, ফটোশপের মাধ্যমে ছবিটি তৈরি করেছেন। স্ক্রিনশট দেখুন-- 



উপরের নিবন্ধ থেকে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে দারিউস টুইন নামে একটি ওয়েবসাইটে গিয়ে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। "LIGHTNING TREE PRINT" শিরোনামে পোস্ট করা ওই ছবিটি প্রিন্ট করে এর স্বত্বাধিকারীর হাতের সাইন'সহ বিক্রি করা হচ্ছে এই ওয়েবসাইট থেকে, এতেও ছবিটি যে লাইট পেইন্টিংয়ের মাধ্যমে তৈরি তা উল্লেখ করা হয়। স্ক্রিনশট দেখুন--



দারিউস টুইন নামে ওই ওয়েবসাইটটিতে আলোর কারুকার্যের মাধ্যমে তৈরি করা একই ধরণের আরো ছবি খুঁজে পাওয়া যায়। দারিউস টুইনের ইন্সটাগ্রাম একাউন্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। এছাড়া একই নামে পরিচালিত ফেসবুক পেজেও একই ধরণের ছবি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--



পরবর্তীতে https://lightpaintingblog.com/ নামে একটি ব্লগসাইটে "KILL THE LIGHTS – DARIUS TWIN" শিরোনামে একটি ব্লগ পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ব্লগ পোস্টটি থেকে জানা যায়, ড্যারেন পিয়ারসন একজন লাইট পেইন্টার, যিনি দারিউস টুইন নামেও পরিচিত। লাইট অর্থাৎ আলোকে ব্যবহারের মাধ্যমে ছবি তৈরি করেন তিনি।

এদিকে, আলোচ্য ছবিটি নিয়ে ২০১৫ সালে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে স্নোপস। স্নোপকে ড্যারেন পিয়ারসন জানান, দুটি ছবিকে মিলিয়ে তিনি এই ছবিটি তৈরি করেছেন। একটি ছবি তার নিজের তোলা এবং অন্যটি NOAA Webpage থেকে নেয়া। তার তৈরি করা মূল ছবিটি ফ্লিকারে ২০১০ সালের ২০ মার্চ পোস্ট করা হয়েছিল।

অর্থাৎ গাছের উপরে বজ্রপাতের আলোচ্য ছবিটি কোনো বাস্তব ছবি নয়। লাইট পেইন্টার ড্যারেন পিয়ারসন আলোচ্য ছবিটি আলোর ব্যবহার করে তৈরি করেছেন।

সুতরাং লাইট পেইন্টিংয়ের মাধ্যমে তৈরি ছবিকে বাস্তব ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুক, যা বিভ্রান্তিকর।

Related Stories