HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইমরান খানের এই ছবিটি সাম্প্রতিক আহতাবস্থার নয়

বুম বাংলাদেশ দেখছে, ইমরান খানের এই ছবিটি ২০১৪ সালের, যা তিনি নিজেই ছবিটি টুইটারে পোস্ট করেছিলেন।

By - Md Abdullah Khan | 9 Nov 2022 9:27 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবিটি সম্প্রতি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হবার পর ধারণ করা। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৩ নভেম্বর 'Elias Hossain' নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করা হয় যার ক্যাপশনে লেখা, "ইন্না-লিল্লাহ, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গু-লি-বি-দ্ধ্ব হয়ে হাসপাতালে আছেন। মহান আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত সুস্থ করে তুলেন।" স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন
এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০১৪ সালের। তৎকালে ইমরান খান নিজেই তাঁর টুইটার হ্যান্ডেলে ছবিটি পোস্ট করে জানিয়েছিলেন এটি 'ধর্নার' সময়ের ছবি।

ছবিটি রিভার্স সার্চ করে, পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনে "Fact check: Imran Khan's picture on stretcher is from 2014" শিরোনামে একটি তথ্য যাচাই প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৩ নভেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদযাত্রা কর্মসূচি চলাকালে তিনি আততায়ীর গুলিতে আহত হন। এই প্রেক্ষিতে সামজিক মাধ্যমে ছবিটি সাম্প্রতিক ঘটনার দাবি করে ছড়িয়ে পরলে দ্য ডন ছবিটি যাচাই করে ছবিটি পুরোনো বলে চিহ্নিত করে। স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

ইমরান খানের টুইটার হ্যান্ডেলে ছবিটি ২০১৪ সালের ১৭ আগস্ট পোস্ট করতে দেখা যায়, যার ক্যাপশনে লেখা 'Night at the dharna'। পোস্টটি দেখুন--

মূলত তৎকালে ইমরান খান ও তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন বলে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে।

এছাড়া পিটিআই-এর অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেও এই ধর্না বা অবস্থান কর্মসূচির ছবি একই দিন অর্থাৎ ২০১৪ সালের ১৭ আগস্ট পোস্ট করতে দেখা যায়। টুইটটি দেখুন--

অর্থাৎ ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০১৪ সালের।

প্রসঙ্গত গত ৩ নভেম্বর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পদযাত্রা কর্মসূচি চলাকালে তিনি আততায়ীর গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন।

সুতরাং ৮ বছর পুরোনো একটি ছবিকে সাম্প্রতিক দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories