সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনামের বরাতে বলা হচ্ছে, স্বাধীন দেশে একটি পত্রিকার অফিসের উপর এভাবে হামলা অপ্রত্যাশিত। আমাদের প্রধান কার্যালয় আমরা অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যাপারে ভাবছি।। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২৪ নভেম্বর 'Mamun Chowdhury' নামের একটি ফেসবুক আইডিতে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "দিল্লিই হবে পারফেক্ট জায়গায় মাহফুজ ভাই!!!" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ডেইলি স্টারের লোগোযুক্ত করে প্রচার করা আলোচ্য ফটোকার্ডটি ভুয়া। এছাড়া দ্য ডেইলি স্টারের অফিস অন্যত্র সরিয়ে নেয়া পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনামের নামে এমন উক্তি নিয়ে ডিজিটাল কার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে ডেইলি স্টার।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডের অনুরূপ দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বক্তব্য দিয়ে কোনো প্রতিবেদন বা ফটোকার্ড দ্য ডেইলি স্টারের অনলাইন এবং ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও এমন মন্তব্য সংশ্লিষ্ট কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে, কি-ওয়ার্ড সার্চ করে ফটোকার্ডটি ভুয়া এবং তাদের তৈরি নয় বলে ২৬ নভেম্বর ডেইলি স্টারের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়। নিচে পোস্টটি দেখুন--
অর্থাৎ ডেইলি স্টার পত্রিকার অফিস অন্যত্র সরিয়ে নেয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম। তার নামে প্রচার হওয়া মন্তব্যযুক্ত ফটোকার্ডটি ভুয়া।
সুতরাং ডেইলি স্টারের লোগো যুক্ত করে ফটোকার্ড বানিয়ে পত্রিকার অফিস অন্যত্র সরিয়ে নেয়া সম্পর্কে সম্পাদক মাহফুজ আনামের নামে ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।