সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে দুটি ছবির একটি কোলাজ পোস্ট করে দাবি করা হচ্ছে, শেখ মাসুম নামের এক ব্যক্তির ছবিকে এডিটের মাধ্যমে নিজের বলে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশের চিত্রনায়ক জায়েদ খান। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ আগস্ট 'Sheikh Masum' নামের ফেসবুকের একটি ভেরিফায়েড আইডি থেকে এমন একটি কোলাজ ছবি পোস্ট করে লেখা হয়, "আমার ছবি এডিট করে নিজের নামে চালালো জায়েদ খান ।এটা কোনো কাজ করল।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ পোস্টে দাবি করা হচ্ছে শেখ মাসুম নামের ওই ব্যক্তির ছবি এডিট করে নিজের বলে প্রচার করছেন জায়েদ খান।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জায়েদ খানের ছবিটি এডিটেড নয় বরং প্রকৃত ছবি। আর জায়েদ খানের ছবিকে এডিট করে নিজের চেহারা বসিয়ে এটি নিজের প্রকৃত ছবি বলে দাবি করছেন শেখ মাসুম নামে ওই ব্যক্তি।
প্রথমত, ছবিটি পর্যবেক্ষণ করে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য করা যায়। যেমন, জায়েদ খানের ছবিটিতে তার পরণে থাকা জোব্বার সাথে সামঞ্জস্য রেখে মুখের উপরে ছায়া পড়লেও শেখ মাসুমের ছবিতে ছায়া পড়েনি যা অসামঞ্জস্যপূর্ণ। এতে বোঝা যায় শেখ মাসুমের ছবিটি এডিটেড। দ্বিতীয়ত, শেখ মাসুমের পূর্ববর্তী কোনো ছবিতে কানে দুল পরতে দেখা না গেলেও জায়েদ খানকে এর আগেও কানে দুল পরতে দেখা যায়। আলোচ্য ছবিটিতেও কানে দুল দৃশ্যমান। অর্থাৎ জায়েদ খানের চেহারার উপরে শেখ মাসুম নামের ওই ব্যক্তি নিজের চেহারা বসিয়ে দিয়েছেন, যেখানে পাগড়ি ও কানের অংশ এডিট করা হয়নি। স্ক্রিনশট দেখুন--
আরো পর্যবেক্ষণে দেখা যায়, শেখ মাসুম নামের ওই আইডি থেকে " target="_blank" rel="nofollow">আলোচ্য পোস্টটি গত ২০ আগস্ট করা হলেও জায়েদ খান তার ফেসবুক একাউন্টে এর একদিন আগেই অর্থাৎ ১৯ আগস্ট ছবিটি পোস্ট করেন। ২০ আগস্ট শেখ মাসুমের করা পোস্টের স্ক্রিনশট দেখুন--
এবারে এর একদিন আগে জায়েদ খানের ১৯ আগস্ট করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট দেখুন--
এদিকে, ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকাপোস্টে "আলোচনায় থাকি আপনারা আলোচনায় রাখেন বলে: জায়েদ খান" শিরোনামের একটি প্রতিবেদনে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, এক সপ্তাহের দুবাই সফর শেষে ২৪ আগস্ট দেশে ফেরেন চিত্রনায়ক জায়েদ খান। স্ক্রিনশট দেখুন--
এছাড়া জায়েদ খান আলোচ্য ছবিটি এডিট করে নিজের দাবি করে প্রচার করছেন এমন দাবি ছড়াতে শুরু করলে জায়েদ খানের সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। এসময় ছবিটি তাঁর নিজের ফোনে ধারণ করা বলে নিশ্চিত করেন জায়েদ খান।
অর্থাৎ জায়েদ খানের ছবিটি এডিটেড নয় বরং প্রকৃত ছবি। আর শেখ মাসুম নামের ওই ব্যক্তির ছবিটি এডিটেড।
সুতরাং জায়েদ খানের ছবিকে এডিট করে নিজের চেহারা বসিয়ে এডিটেড ছবিকে নিজের প্রকৃত ছবি এবং জায়েদ খানের প্রকৃত ছবিকে এডিটেড ছবি বলে প্রচার করছেন শেখ মাসুম নামের এক ব্যক্তি; যা বিভ্রান্তিকর।