সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপ থেকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুলাহ হেফাজত ইসলামের নায়েবে আমীর মাওলানা মামুনুল হকের প্রথম স্ত্রীর বড় ছেলে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২8 আগস্ট 'Manju Maji' নামের একটি ফেসবুক আইডি থেকে ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়, "হিসাব পরিষ্কার গঠন গাটন চেহারায় সবদিক থেকে মিল আছে। তার মানে মামুনুল হকের কুলাঙ্গার পুত্র হাসনাত আব্দুল্লাহ। এরা দেশ ও জাতির শত্রু সবাই জানে এদের দ্বারা এই দেশের কোন মঙ্গল হবে না এরা জঙ্গি গোষ্ঠী এরা সন্ত্রাসী রা ওহাবী এদেরকে দমনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আবার মাঠে আসছে ।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি প্রকৃত নয়। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশন নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে জানিয়েছে।
কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন যমুনা টেলিভিশনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে যমুনা টেলিভিশনের এর ভেরিফায়েড ফেসবুক পেজে ২8 আগস্ট একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, এই ফটোকার্ডটি যমুুনা টেলিভিশনের নয়। গুজবে বিভ্রান্ত হবেন না। পোস্টটি দেখুন--
অর্থাৎ যমুনা টেলিভিশনের এর লোগো ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুলাহ-- মামুনুল হকের প্রথম স্ত্রীর বড় ছেলে দাবিতে তৈরি নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। যমুনা টেলিভিশন এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি।
সুতরাং যমুনা টেলিভিশনের লোগো ব্যবহার করে হাসনাত আব্দুলাহ ও মামুনুল হককে নিয়ে ভিত্তিহীন তথ্যসহ নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।