HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

প্যারিসের এই ভবনটির আসল ডিজাইন এরকম নয়

বুম বাংলাদেশ দেখেছে, জানালা সহ ভবনের কাঠামো গলে পড়ে যাচ্ছে এমন দেখতে ভবনের ছবিটি মূলত একটি শিল্পকর্মের চিত্র।

By - Tausif Akbar | 31 Oct 2024 4:28 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভবনের ছবি পোস্ট করে বলা হয়েছে; প্যারিসে একটি ভবনের ডিজাইন এমন যেন জানালা-দেয়াল গলে পড়ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৪ সেপ্টেম্বর ‘সৌরব চৌধুরী নয়ন’ নামক পেজ থেকে একটি ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, "প্যারিসের এই বিল্ডিংটি এভাবেই ডিজাইন করা।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জানালা সহ ভবনের কাঠামো গলে পড়ে যাচ্ছে এমন দেখতে ভবনের ছবিটি মূলত একটি শিল্পকর্মের চিত্র। অদ্ভুত এই ডিজাইনটি কেবলমাত্র বড় ক্যানভাসে মুদ্রিত করে এর মাধ্যমে মূল ভবনকে ঢেকে রাখা হয়েছিল। ফ্রান্সের প্যারিসে পুরোনো একটি ভবন সংস্কারের সময়ে অস্থায়ী সুরক্ষা আবরণীর পরিবর্তে শিল্পী পিয়েরে ডেলাভি বিল্ডিংয়ের ডিজাইনের অনুরূপ ডিজাইন কম্পিউটার প্রযুক্তির সহায়তায় শৈল্পিক আকৃতি দিয়ে (গলে পড়ার মতো) এটি বড় ক্যানভাসে মুদ্রিত করে পুরানো মূল ভবনকে ঢেকে রাখেন।

ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে অনলাইন কন্টেন্ট প্ল্যাটফর্ম ‘themindcircle.com’-এ “Melting Building In Paris” শিরোনামে প্রকাশিত আলোচ্য ছবি সহ ভবনটির বিভিন্ন কোণ থেকে ধারণ করা কয়েকটি ছবিযুক্ত একটি নিবন্ধ পাওয়া যায় একটি নিবন্ধ পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, এটি ফ্রান্সের প্যারিসের জর্জেস V (পঞ্চম) অ্যাভিনিউতে অবস্থিত হাউসমানিয়ান বিল্ডিং যাকে 'মেল্টিং ভবন'-ও বলা হয়। অদ্ভুত দেখতে এই ছবিগুলো আসলে বিল্ডিংয়ের ডিজাইনের নয় বরং এটি একটি ম্যুরাল যা দৃশ্য বিভ্রম তৈরি করে।

পুরানো ভবনটি সংস্কারের সময়ে অস্থায়ী সুরক্ষা আবরণীর পরিবর্তে শিল্পী পিয়েরে ডেলাভি বিল্ডিংয়ের ডিজাইনের অনুরূপ ডিজাইন কম্পিউটার প্রযুক্তির সহায়তায় শৈল্পিক আকৃতি দিয়ে (গলে পড়ার মতো) এটি বড় ক্যানভাসে মুদ্রিত করে ভবনটি ঢেকে দেওয়া হয় ২০০৭ সালে। নিবন্ধটির স্ক্রিনশট (কোলাজ) দেখুন--




পাশাপাশি, স্টক ইমেজ সাইট ‘অ্যালামি’-তে “Paris, France, Surrealist Public Street Art on Bleecker Corp. Headquarters Building” শিরোনামে আলোচ্য ভবনটির ছবি সহ বর্ণনা পাওয়া যায়। এখানেও একই তথ্য উল্লেখ করা হয়।

প্রাপ্ত বিল্ডিংয়ের নাম ও ঠিকানা অনুযায়ী সার্চ করে গুগল ম্যাপের স্ট্রিট ভিউ সংস্করণেও ভবনটির ছবি পাওয়া যায়। এখানেও এটিকে স্বাভাবিক ভবনের মতো দেখতে পাওয়া যায়। দেখুন--

Full View



অদ্ভুদ ডিজাইনের ক্যানভাস কাভার সহ ছবির সাথে (বামে) গুগল ম্যাপের দৃশ্যের (ডানে) তুলনামূলক মিল দেখুন-



পরবর্তীতে ফ্রান্সের সাংবাদিক 'Étienne Merle' এর কাছে জানতে চাইলে তিনি বুম বাংলাদেশকে বলেন, এটি (ডিজাইনটি) বিল্ডিংয়ের নয় বরং শিল্পের একটি কাজ যা বিল্ডিংয়ের সম্মুখভাগকে লুকিয়ে রাখার জন্য তৈরিও ব্যবহার করা হয়েছিল। ২০০৭ সালে প্যারিসের পঞ্চম জর্জ ৩৯ এভিনিউতে স্থপতি পিয়েরে ডেলাভি এই শিল্পকর্মটি তৈরি করেছিলেন (অনূদিত ও সংক্ষেপিত)। এমনকি তিনি বুম বাংলাদেশকে পিয়েরে ডেলাভি'র কন্ট্যাক্টও সরবরাহ করেন।

শিল্পকর্মটির স্থপতি পিয়েরে ডেলাভি বুম বাংলাদেশকে জানান, 'এটি প্যারিসের চ্যাম্পস-এলিসিস -এর কাছে একটি ভবনের সংস্কার কাজের সময় মুদ্রিত একটি স্মারক শিল্পকর্ম। আপনারা আমার ওয়েবসাইটে আরো বিস্তারিত জানতে পারবেন এ বিষয়ে।'

পিয়েরে ডেলাভি এর ওয়েবসাইটেও এই ছবিগুলোর বিষয়ে একই তথ্য পাওয়া গেছে।

অর্থাৎ জানালা সহ ভবনের কাঠামো গলে পড়ে যাচ্ছে এমন ডিজাইনটি কেবলমাত্র বড় ক্যানভাসে মুদ্রিত একটি শিল্পকর্ম যার মাধ্যমে মূল ভবনকে ঢেকে রাখা হয়েছিল।

সুতরাং সামাজিক মাধ্যমে 'জানালা সহ ভবনের কাঠামো গলে পড়ে যাচ্ছে এমন ডিজাইনের ভবন' মর্মে যে তথ্য প্রচার করা হয়েছে; তা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories