সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি মরদেহের ছবি ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের একটি ছবি পোস্ট বলে দাবি করা হচ্ছে, মরদেহটি আনারের। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২২ মে 'Ahamed Sobuj' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে এমন দুটি ছবি শেয়ার করে বলা হয়, "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কলকাতার থেকে, ঝিনাইদহ-৪ আসনের এমপি, আনোয়ারুল আজীম আনারের "লা'শ" উদ্ধার।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ফেসবুক পোস্টে দেখানো মরদেহের ছবিটি আনোয়ারুল আজিম আনারের বলে দাবি করা হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পোস্টে দেখানো মরদেহটি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নয়। আসিফ পারভেজ নামে ভিন্ন একজন ব্যক্তির মরদেহকে আনোয়ারুল আজীমের মরদেহ বলে দাবি করা হচ্ছে।
আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'Zaved Iqbal Zordern' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ফেসবুক একাউন্টটিতে দুটি ছবি পোস্ট করা হয়েছে যার সাথে আলোচ্য পোস্টে যুক্ত মরদেহের ছবির সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে লেখা থাকতে দেখা যায়, "২১/০৫/২০২৪ আমার বড় বোনের একমাত্র ছেলে আসিফ পারভেজ আনুমানিক ৯/৩০ ঘটিকার সময় স্টক জনিত কারণে ইন্তেকাল করেছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৩ বছর, ঝিনাইদহ হামদহ খন্ধকার পাড়া ।" মূলত, মরদেহটি জাভেদ ইকবাল জর্ডার্ন নামে ওই ব্যক্তির ভাগ্নে আসিফ পারভেজের যিনি স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুক পোস্টটির প্রিভিউ দেখুন--
পরবর্তীতে একই ফেসবুক একাউন্ট থেকে ভিন্ন একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সহ একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশটে দেখা যায়, আব্দুল মান্নান রানা নামের একটি ফেসবুক একাউন্ট থেকে আসিফ পারভেজের মরদেহের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে এটি কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ। স্ক্রিনশট পোস্ট করে 'Zaved Iqbal Zordern' লিখেছেন, "এই ছবিতে যে লাশ টা দেখতে পাচ্ছেন এই লাশের ছবিটা হল আমার ভাগ্নের মারা গেছে ২১-৫-২০২৪ তারিখে রাত্রি 9 টার সময় আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ভাগ্নেকে নিয়ে আমার ভাগিনার এই ছবির কাটপিস করে আনারুল এমপি সাহেবের লাশের ছবি হিসাবে ব্যবহার করেছেন আমি এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আইন অনুব্য ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছি।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফেসবুক পোস্টটির প্রিভিউ দেখুন--
এবার আলোচ্য ছবি (বামে) এবং 'Zaved Iqbal Zordern' এর পোস্টে পাওয়া তার ভাগ্নে আসিফ পারভেজের মরদেহের ছবি (ডানে) দেখুন পাশাপাশি--
এদিকে, কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজীমের মরদেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছে বলে পুলিশের তদন্তে জানা গেছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সময় পর্যন্ত তার মরদেহ সন্দেহে কিছু অংশ উদ্ধার করা হয়েছে জানা গেলেও তা নিশ্চিত করে বলেনি পুলিশ। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে গণমাধ্যম জানিয়েছে আনারের মরদেহ সম্পর্কে এখনো স্পষ্ট কোনো খবর পাওয়া যায়নি।
অর্থাৎ ছবিতে দেখানো মরদেহটি ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের আনারের নয় বরং এটি আসিফ পারভেজ নামে এক ব্যক্তির মরদেহ।
সুতরাং ভিন্ন এক ব্যক্তির মরদেহকে আনোয়ারুল আজীম আনারের মরদেহ বলে দাবি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।