সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, ভিডিওটি চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে গাজায় হামাস যোদ্ধাদের ইসরায়েলি বিমান ধ্বংস করার সময়ে ধারণ করা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১০ অক্টোবর 'কেয়ার ツ' নামে একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "পাখির মতো উড়িয়ে দেয়া হচ্ছে ঈসরাইললি বিমান"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। পোস্টে যুক্ত ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয় বরং ARMA3 নামের একটি মিলিটারি সিমিউলেশন গেমের ভিডিও এটি।
আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটির নিচের দিকে BELAL The Gamer লেখা থাকতে দেখা যায়। এর সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে BELAL The Gamer নামের একটি ফেসবুক পেজে গত ৭ আগস্ট পোস্ট করা একটি ফেসবুক ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে "Advanced Missile Destroys Massive KA-52 Battle Helicopters - ARMA3" লেখা থাকতে দেখা যায়। অর্থাৎ ভিডিওটি ARMA3 নামে একটি গেমসের যেটি মূলত একটি মিলিটারি সিমিউলেশন গেম। ওই ফেসবুক ভিডিওটি এবং আলোচ্য ভিডিওটি হুবহু এক। ফেসবুক ভিডিওটি দেখুন--
আরো সার্চ করে 'MACH Video' নামে একটি ইউটিউব চ্যানেলে গত ২৭ সেপ্টেম্বর 'Advanced Missile Destroys Massive KA-52 Battle Helicopters - ARMA3' শিরোনামেও হুবহু আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা করে গত ৭ অক্টোবর। তাই, আলোচ্য ভিডিওটি চলমান ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধস্থলের হওয়ারও কোনো সুযোগ নেই। ইউটিউব ভিডিওটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটি ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধের নয় বরং এটি একটি গেমসের ভিডিও।
সুতরাং গেমসের একটি ভিডিওকে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে ইসরায়েলি বিমান ধ্বংসের ভিডিও বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।