HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

স্মারক নোটের ছবি এডিট করে খালেদা জিয়ার ছবি বসানো হয়েছে

বুম বাংলাদেশ দেখেছে, একটি স্মারক নোটকে এডিট করে শেখ হাসিনার স্থলে খালেদা জিয়ার ছবি বসিয়ে আলোচ্য ছবিটি বানানো হয়েছে।

By - Tausif Akbar | 26 April 2024 2:25 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ৫০ টাকার নোটের ছবি পোস্ট করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মেট্রোরেলের ছবি সম্বলিত ৫০ টাকার ওই নোটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি। এরকম একটি পোস্ট দেখুন এখানে

গত ২২ এপ্রিল 'শহীদ জিয়া সাইবার ফোর্স' নামের পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের ছবিটি এডিটেড। মূল নোটে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এডিটের মাধ্যমে পরিবর্তন করে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছবি বসানো হয়েছে। এছাড়া এটি একটি স্মারক নোট, প্রচলিত নোট বা মুদ্রা নয়।

আলোচ্য নোটের ছবি পর্যবেক্ষণ করে দেখা যায় যে ছবিতে 'স্মারক নোট' শব্দটি উল্লেখ করা হয়েছে। স্মারক নোট লেখা চিহ্নিত করা অবস্থার স্ক্রিনশট দেখুন--


প্রাপ্ত তথ্য অনুযায়ী (মেট্রোরেলের ছবি সম্বলিত ৫০ টাকার স্মারক নোট) কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে জাতীয় দৈনিক 'প্রথম আলো' এর অনলাইন সংস্করণে ২০২২ সালের ২৭ ডিসেম্বর "মেট্রোরেল চালু উপলক্ষে আসছে ৫০ টাকার স্মারক নোট" শিরোনামে আলোচ্য নোটের মূল ছবি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, "বাংলাদেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। নোটের সম্মুখভাগে বাঁ পাশে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি ও নিচে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে। নোটের শিরোনামে লেখা রয়েছে "বাঁচবে সময়, বাঁচবে পরিবেশ, যানজট কমাবে মেট্রোরেল"। প্রথম আলোর প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--


পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে 'বাংলাদেশ ব্যাংক' এর ওয়েবসাইটের স্মারক নোটস সেকশনে "Inauguration of Bangladesh’s First Metro Rail (50 Taka Commemorative Note)" শিরোনামে প্রকাশিত মূল স্মারক নোট দু'টির ছবি সহ একটি নিবন্ধ পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, নোটটি একটি স্মারক নোট যার সম্মুখভাগের বাঁ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি ও নিচের দিকে মেট্রোরেলের ছবি সংযোজন করা হয়েছে (অনূদিত ও সংক্ষেপিত)। স্ক্রিনশট দেখুন--


এছাড়া রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি একাউন্ট থেকে চলতি বছরের ৩ জানুয়ারি করা একটি পোস্টে আলোচ্য ছবিটির অরিজিনাল ভার্সনটি খুজে পাওয়া যায়। এক্স পোস্টটি দেখুন--

এবারে আলোচ্য এডিটেড ছবিটি (বামে) ও এক্স একাউন্টে পাওয়া মূল স্মারক নোটের ছবির (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--


অর্থাৎ এটি একটি ৫০ টাকার স্মারক নোট যেটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংযোজন করা হয়েছে। নোটটি মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে মুদ্রণ করা হয়েছিল। স্মারক নোট বানিজ্যিকভাবে (কেনাকাটা-লেনদেন) ব্যবহারের জন্য নয়

উল্লেখ্য এর আগে মূল স্মারক নোটটি নতুন প্রচলিত ৫০ টাকার নোট হিসেবে ছড়িয়ে পড়লে সেটি যাচাই করে ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করে বুম বাংলাদেশ।

সুতরাং একটি স্মারক নোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির স্থলে এডিট করে খালেদা জিয়ার ছবি বসিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।

Related Stories