HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের ভাঙা মাথার এই ছবিটি পুরোনো

বুম বাংলাদেশ দেখেছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের ভাঙা মাথা উদ্ধারের ঘটনাটি দেড় বছর আগের।

By - Mamun Abdullah | 9 Aug 2024 7:58 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের ভাঙা মাথার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে রবীন্দ্রনাথের ভাস্কর্যটি ভেঙে ফেলা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

গতকাল ৭ আগস্ট '¤¤ রবীন্দ্রসঙ্গীত ¤¤' নামের একটি পেজ থেকে একটি ছবি পোস্ট করে লেখা হয়, "সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি ক’রে, মানুষ কর নি।।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের ভাঙা মাথার এই ছবিটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং এটি প্রায় দেড় বছর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ঘটা ভিন্ন একটি ঘটনার।

ভাইরাল ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সর্চ করে "‘গুম হওয়া’ রবীন্দ্র-ভাস্কর্যের মাথা পাওয়া গেল সোহরাওয়ার্দী উদ্যানে" শিরোনামে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত প্রথম আলোর অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনটিতে প্রকাশিত ছবির সঙ্গে ভাইরাল ছবির মিল পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, জনপরিসরে শিল্পনিরীক্ষার অংশ হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রতিবাদী ভাস্কর্য স্থাপন করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগের একদল শিক্ষার্থী। কিন্তু স্থাপনের একদিন পর বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ভাস্কর্যটি ‘গুম’ করে ফেলে। রবীন্দ্রনাথের ভাস্কর্যটির খণ্ডিত অংশ এবং ভাঙা মাথা সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে দেখা যায়। এরপরে সেখান থেকে মাথাটি উদ্ধার করা হয়েছে। স্ক্রিনশট দেখুন-- 


পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ করে "‘গুম হওয়া’ রবীন্দ্র-ভাস্কর্য মিলল সোহরাওয়ার্দী উদ্যানে" শিরোনামে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির মিল পাওয়া যায়। প্রতিবেদনটি প্রকাশ করা হয় ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি। যেখানে বলা হয়, বাংলাদেশে 'সেন্সরশিপ ও নিপীড়নের' ঘটনার প্রতিবাদে টিএসসি সংলগ্ন প্রবেশমুখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যটি স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। পরে প্রতিবাদী ভাস্কর্যটির মাথা পাওয়া যায় সোহরাওয়ার্দী উদ্যানে। স্ক্রিনশট দেখুন-- 


অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের ভাঙা মাথা পড়ে থাকার এই ছবিটি পুরোনো। সম্প্রতি দেশের চলমান রাজনৈতিক সংকটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

প্রসঙ্গত, বাংলাদেশে সম্প্রতি তীব্র ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ঘটনা ঘটে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনেকের ভাস্কর্য ভাঙচুর করা হয়।

সুতরাং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্যের ভাঙা মাথা অংশ পড়ে থাকার পুরোনো ছবি সাম্প্রতিক ঘটনার সাথে মিলিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories