সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে বোরকা পরা পুরুষের একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, বোরকা পরে পুরুষরা কোটা আন্দোলনে অংশ নিচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গতকাল ৩১ জুলাই 'AS Khan' নামের একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, "নারী সেজে বিভিন্ন কর্মসূচিতে বোরকা ও হিজাব পরে পুরুষেদের অংশগ্রহণের নেপথ্যে শিবির।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে বোরকা পরা ব্যক্তির ভাইরাল ছবিটি ২০১৯ সালের ভিন্ন একটি ঘটনার। এর সঙ্গে চলমান কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে "বোরকা পরে স্ত্রীর কলেজে গিয়ে স্বামী আটক" শিরোনামে শিক্ষা বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল 'দৈনিক শিক্ষা'র অনলাইনে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনটি প্রকাশ করা হয় ২০১৯ সালের ২২ জানুয়ারি। প্রতিবেদনে প্রকাশিত ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির হুবহু মিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে সন্দেহের বশবর্তী হয়ে বোরকা পরে ছদ্মবেশে কলেজে প্রবেশ করে। পরে ওই অবস্থায় পুরুষের বাথরুমে প্রবেশ করে। এসময় 'পুরুষের বাথরুম থেকে নারী বের হওয়ায় সন্দেহে' তাকে কর্তৃপক্ষ ধরে পুলিশে দেয়। স্ক্রিনশট দেখুন--
উল্লিখিত প্রতিবেদনের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে "বোরকা পরে স্ত্রীর পরীক্ষাকেন্দ্রে গিয়ে ধরা পড়লো স্বামী" শিরোনামে 'বাংলা নিউজের' অনলাইনে একই প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেই প্রতিবেদনটিও ২০১৯ সালের ২১ জানুয়ারি প্রকাশ করা হয়। প্রতিবেদনটিতে প্রকাশিত ছবিটির সঙ্গে ভাইরাল ছবিটির ব্যক্তির সঙ্গে মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
নিচে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে ভাইরাল ছবি (বামে) এবং ২০১৯ সালে প্রকাশিত দৈনিক শিক্ষা অনলাইনে প্রকাশিত ছবিটির (ডানে) মিল দেখুন পাশাপাশি--
অর্থাৎ বোরকা পরা পুরুষের ভাইরাল ছবিটি চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়। বরং এটি ২০১৯ সালের একটি ভিন্ন ঘটনার।
সুতরাং ২০১৯ সালের ভিন্ন ঘটনায় বোরকা পরা এক পুরুষের ছবি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন সংশ্লিষ্ট দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।