সামাজিক মাধ্যম ফেসবুকের কয়েকটি একাউন্ট থেকে ভাঙা বা খানাখন্দ রাস্তার একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখা থেকে বাইতুল আমান শাখা রাস্তার। এররকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ২১ আগস্ট 'Rajendrian Short Stories' নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করে বলা হয়, "সরকারি রাজেন্দ্র কলেজ শহর শাখা (ডিগ্রি শাখা) থেকে বাইতুল আমান শাখা (অনর্স শাখা) রোডের বর্তমান অবস্থা।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি বাস্তবিক নয়। অর্থাৎ ছবিটি বাস্তব কোনো দৃশ্যের নয় বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে।
ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে গ্রহণযোগ্য কোনো মাধ্যমে দাবি অনুযায়ী ছবিগুলো বাস্তব হওয়ার বিষয়ে কিংবা ছবির বিষয়েও উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
ছবিগুলো পর্যবেক্ষণ করে দেখা গেছে এটি বাস্তব ছবির বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক এবং এরমধ্যে এআই ব্যবহার করে তৈরি করা ছবির বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
পরবর্তীতে, এআই ছবি শনাক্তের টুল 'হাইভ' ব্যবহার করে ছবিগুলো যাচাই করা হয়। টুলটি ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
এছাড়া এআই ছবি শনাক্তের আরেক টুল 'ইজ ইট এআই' ব্যবহার করেও ছবিটি যাচাই করা হয়। এই টুলটিও ছবিটিকে সম্ভাব্য এআই দ্বারা তৈরি ছবি হিসেবে ফলাফল প্রদান করেছে। ছবিটির ফলাফলের স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ছবিটি ফরিদপুর শহরে রাস্তার বেহাল দশার চিত্র নয় বরং এটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
সুতরাং এআই প্রযুক্তিতে তৈরি ছবিকে বাস্তবিক ছবি হিসেবে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।