সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি নাচের ভিডিও শেয়ার করে ভিডিওটিতে বাংলাদেশ পুলিশের সদস্যরা নেচেছেন বলে দাবি করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৯ সেপ্টেম্বর 'Jafor Iqbal's English Aid' নামে একটি ফেসবুক পেজে একটি নাচের ভিডিও পোস্ট করে বলা হয়, "♦বাংলাদেশ পুলিশের অসাধারণ Dance...!! 😱"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভিডিওটিতে নাচে অংশগ্রহণ করা ব্যক্তিদের কেউই বাংলাদেশ পুলিশের সদস্য নন। গত বছর নারায়ণগঞ্জ ইপিজেডে অবস্থিত এপিক গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক উৎসবে প্রতিষ্ঠানটির কর্মীরাই পুলিশের ইউনিফর্ম পরে নেচেছেন।
আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে নাচের মঞ্চের ব্যানারে 'Epic Utsaab- 2022' লেখা থাকতে দেখা যায়। আলোচ্য ভিডিও এবং ব্যানারে প্রাপ্ত অনুষ্ঠানটির নামের সাথে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে 'Rimonc206' নামে একটি ফেসবুক পেজে আলোচ্য ভিডিওটির একটি রিলস খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টে যুক্ত ক্যাপশনে 'Epic Utsaab-2022' লেখা থাকতে দেখা যায়। ফলে, আলোচ্য ভিডিওটি এপিক উৎসব নামে একটি উৎসবের অংশ বলে বোঝা যায়। স্ক্রিনশট দেখুন--
এপিক উৎসবের সূত্র ধরে আরো সার্চ করে 'Aynul haq' নামে একটি ফেসবুক পেজে 'পুলিশ চোরের প্রেমে পড়েছি।' ক্যাপশনে আলোচ্য ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ফেসবুক পোস্টটি দেখুন--
এছাড়াও, আইনুল হক নামের ওই ব্যক্তির ফেসবুক একাউন্টে গিয়েও আলোচ্য ভিডিওটির কয়েকটি স্থিরচিত্র খুঁজে পাওয়া যায়। স্থিরচিত্রটির ডেটলাইন থেকে জানা যায়, ২০২২ সালের ডিসেম্বর মাসে স্থিরচিত্রগুলো ধারণ করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
ফেসবুক পোস্টের সূত্র ধরে আইনুল হকের সাথে যোগাযোগ করা হলে বুম বাংলাদেশকে তিনি জানান, তিনি এপিক গ্রুপের একজন কর্মী এবং নাচের ভিডিওটিতে কালো চশমা পরা ব্যক্তি তিনি নিজে। নারায়ণগঞ্জ ইপিজেডের ভিতরে অনুষ্ঠিত এপিক গ্রুপের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ওই পারফরম্যান্সে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না বলেও জানান তিনি। আইনুল হক আরো বলেন, "পুলিশ চোরের প্রেমে পড়েছে" শীর্ষক গানের সাথে সামঞ্জস্য তৈরির লক্ষ্যে পুলিশের ইউনিফর্ম ভাড়া করে এনে, তা গায়ে দিয়ে মঞ্চে গানটিতে তারা পারফর্ম করেন।
এদিকে, এ বিষয়ে আরো নিশ্চিত হতে এপিক গ্রুপের সহকারী ব্যবস্থাপক নাসির হোসেনের সাথে যোগাযোগ করা হলে, তিনিও বুম বাংলাদেশকে এই অনুষ্ঠানের বিষয়ে একই তথ্য প্রদান করেন।
অর্থাৎ আলোচ্য ভিডিওটিতে পুলিশের ইউনিফর্ম পরে এপিক গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের কর্মীরা তাদের প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেছেন। ওই নাচে বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অংশ নেননি।
সুতরাং পুলিশের ইউনিফর্ম পরে একটি শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের নাচের ভিডিও পোস্ট করে বাংলাদেশ পুলিশের সদস্যরা নেচেছেন বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।