সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, চলতি বছর অর্থাৎ ২০২৪ সালে আগের মত জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৬ জানুয়ারি 'Lekhapora24.net' নামে একটি ফেসবুক পেজে পোস্ট করে লেখা হয়, "২০২৪ সালে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে...."। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের বরাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে ২০২৪ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্যটি গুজব বলে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে গত ১৬ জানুয়ারি একটি পোস্ট করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, "২০২৪ সালে জেএসসি এবং পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তথ্যটি মিথ্যা ও বানোয়াট। এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হল।"। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ, ২০২৪ সালে জেএসসি ও পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিটি গুজব। উল্লেখ্য, ২০২১ সালে পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করেন তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সুতরাং ২০২৪ সালে পিএসসি ও জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ভুয়া দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।