সামাজিক মাধ্যমে ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক জামায়াত নেতা গোলাম আযমের সম্পর্কে একটি লেখা পোস্ট করে দাবি করা হচ্ছে, লেখাটি ইংরেজি দৈনিক নিউ এজ এর সম্পাদক সাংবাদিক নুরুল কবীরের লেখা। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ এপ্রিল 'Nirzon Islam' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করে বলা হয়, লেখাটি সাংবাদিক নুরুল কবীরের। ওই পোস্টের সাথে সাংবাদিক নুরুল কবীর এবং গোলাম আযমের ছবির একটি কোলাজ যুক্ত করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পোস্টের সাথে সংযুক্ত ছবিটি দেখুন---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য লেখাটি নিউ এজ সম্পাদক সাংবাদিক নুরুল কবীরের নয়। তিনি বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন লেখাটি তাঁর নয় এবং তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলায় কোন পোস্ট করেন না। ফেসবুকে সাংবাদিক নুরুল কবীরের নামে লেখাটি গত কয়েকবছর ধরেই পোস্ট হয়ে আসছে। নুরুল কবীর এর আগেও বিভিন্ন মাধ্যমে আলোচ্য পোস্টটিকে ভুয়া হিসেবে চিহ্নিত করেছেন বলে বুম বাংলাদেশকে জানান।
কি-ওয়ার্ড সার্চ করে লেখাটি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলার একটি প্রতিবেদন খুঁজে পাওয়া গেছে। "গোলাম আযমের গুণকীর্তনের লেখা নুরুল কবিরের নয়" শিরোনামে প্রকাশিত এক ফ্যাক্ট চেক প্রতিবেদনে সাংবাদিক নুরুল কবীরের বরাত দিয়ে নিউজবাংলা জানায়, লেখাটি তাঁর নয়। তাঁর নামে লেখাটি কেউ ছড়িয়েছে। তিনি ফেসবুকে কখনও বাংলা লিখে পোস্ট করেন না। এ ঘটনায় আক্ষেপ করার পাশাপাশি তিনি নিন্দাও জানিয়েছেন। নিউজবাংলার প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
এদিকে, লেখাটি নিয়ে আরো নিশ্চিত হওয়ার জন্য বুম বাংলাদেশের পক্ষ থেকে নিউ এজ সম্পাদক সাংবাদিক নুরুল কবীরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, দীর্ঘ জীবনে তাঁর অর্জন করা সামাজিক গ্রহণযোগ্যতা ও ইমেজ নষ্ট করার জন্য কোন অপরাধীর নামের সাথে তাঁর নাম জড়িয়ে লেখাটি সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে। এর আগেও তিনি উক্ত পোস্টটিকে বিভ্রান্তিকর হিসেবে বিভিন্ন মাধ্যমে জানিয়েছেন বলেও জানান তিনি।
অর্থ্যাৎ সাংবাদিক নুরুল কবীরের নামে গোলাম আযমের গুনকীর্তন করে যে লেখাটি ফেসবুকে ভাইরাল হয়েছে, সেটি সাংবাদিক নুরুল কবীরের লেখা নয়।
সুতরাং সাংবাদিক নুরুল কবীরের নামে লেখাটি প্রচার করা বিভ্রান্তিকর।