সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে বসে গান গাইছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ জুলাই 'ETS BLOG' নামের একটি ফেসবুক পেজ থেকে থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয় "নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা গান গাইলেন"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয় এবং ভিডিওটি এডিট করা। দিল্লিতে গুরু রবি দাস জয়ন্তী উৎসবে ভক্তদের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কীর্তনে অংশগ্রহণের ভিডিও এটি এবং পাশে দৃশ্যমান নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন।
ভাইরাল ভিডিওটি থেকে কী-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, মূল ভিডিওটি ভারতীয় সংবাদ সংস্থা এ এন আই-এর টুইটার একাউন্টে খুঁজে পাওয়া যায়। ১৬ই ফেব্রুয়ারি করা টুইটের বিবরণ অনুসারে, সে সময় দিল্লির রবিদাস বিশ্রাম ধাম মন্দির পরিদর্শনকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবি দাস জয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত কীর্তনে অংশগ্রহণ করেন। মূলত এই ভিডিওকেই এডিট করে মুক্তির অপেক্ষায় থাকা বাংলা চলচ্চিত্র 'হাওয়া'র "সাদা সাদা কালা কালা" নামে একটি গান যুক্ত করে দেয়া হয়েছে। টুইটটি দেখুন--
এই সূত্র ধরে সার্চ করার পর, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রবি দাস বিশ্রাম ধাম মন্দির পরিদর্শনের খবরটি সংবাদমাধ্যম নিউজ১৮-এ ১৬ই ফেব্রুয়ারি প্রকাশিত হতে দেখা যায়। প্রতিবেদনে লেখা হয়েছে, গুরু রবি দাসের জন্মবার্ষিকী উপলক্ষে সে সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির করোলবাগে 'শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে' পরিদর্শন করেন। ওই সময় তিনি মন্দিরে 'শবাদ কীর্তনে' অংশ নেন। স্ক্রিনশট দেখুন--
একই অনুষ্ঠানে ভিন্ন দিক থেকে ধারন করা আরেকটি ভিডিও নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার হ্যান্ডেলেও প্রকাশ করতে দেখা গেছে। এই ভিডিও থেকে স্পষ্টভাবেই বোঝা যায়, তার পাশে বসে থাকা নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন বরং একজন দর্শনার্থী। ভিডিওটি দেখুন--
অর্থাৎ ভিডিওটি এডিট করা এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশে বসা নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নন।
প্রসঙ্গত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সম্প্রতি কোনো সাক্ষাতের ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী সর্বশেষ ভারত সফরে গিয়েছিলেন ২০১৯ সালে এবং ২০২১ সালে ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
সুতরাং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে গান গাওয়ার দাবিটি সঠিক নয়।