সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার সাথে এক নারীর ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ছবির নারী প্রধানমন্ত্রীর মা অর্থাৎ শেখ ফজিলাতুন্নেছা মুজিব। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ জুলাই 'বিশ্ব নেত্রী শেখ হাসিনা' নামের একটি ফেসবুক পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "মায়ের সাথে আমরা দুই বোন।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ছবির নারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নন বরং তাঁর ফুপু খাদিজা হোসেন।
রিভার্স ইমেজ সার্চ করে, বার্তা সংস্থা AFP -এর ওয়েবসাইটে মূল ছবি খুঁজে পাওয়া যায়। "BANGLADESH - VOTE - HASINA" ট্যাগলাইনে ছবিটির বিবরণে লেখা হয়েছে, ২০০৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন খাদিনা হোসেনের (খাদিজা হোসেন) কাছ থেকে একটি পারিবারিক অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা গ্রহণের মুহুর্ত ভাগাভাগি করছেন। স্ক্রিনশট দেখুন--
সার্চ করার পর, অনলাইন গণমাধ্যম বিডিনিউজ২৪ ডটকমে "বঙ্গবন্ধুর বোন খাদিজা হোসেন আর নেই" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, এ ২০১২ সালের পহেলা মে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপু খাদিজা হোসেন মারা যাওয়ার খবর প্রকাশ করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভাইরাল পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার মাঝে দেখতে পাওয়া নারী তাদের মা নন, ফুপু খাদিজা হোসেন।
প্রসঙ্গত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী কিছু মধ্যসারির সশস্ত্র অফিসারদের দ্বারা সংগঠিত একটি সামরিক অভ্যুত্থানে নিহত হন।
সুতরাং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানারর ফুপুর ছবি প্রচার করে তাদের মা দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।