সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে দাবি করা হচ্ছে, প্রচণ্ড গরমে বিস্ফোরণের মতো দুর্ঘটনা এড়াতে গাড়ির জ্বালানি ট্যাঙ্ক পুরোটা না ভরে অর্ধেক তেল ভর্তি রাখার পরামর্শ দিয়েছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন। এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১২ এপ্রিল "Shahjada Firoz" নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে, "সতর্ক করেছে ইন্ডিয়ান অয়েল আগামী দিনে তাপমাত্রা বাড়তে চলেছে, তাই সর্বোচ্চ সীমা পর্যন্ত আপনার গাড়িতে পেট্রোল ভরবেন না। এটি জ্বালানী ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটাতে পারে। অনুগ্রহ করে আপনার গাড়ির অর্ধেক জ্বালানী ট্যাঙ্ক পূরণ করুন এবং বাতাসের জন্য জায়গা রাখুন। সর্বোচ্চ পেট্রোল ভরার কারণে চলতি সপ্তাহে ৫টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অনুগ্রহ করে দিনে একবার পেট্রোল ট্যাঙ্ক খুলুন এবং ভিতরে তৈরি গ্যাসটি বেরিয়ে আসতে দিন। দ্রষ্টব্য: আপনার পরিবারের সদস্যদের এবং অন্য সবাইকে এই বার্তাটি পাঠান, যাতে লোকেরা এই দুর্ঘটনা এড়াতে পারে।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, গত ১২ এপ্রিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের অফিশিয়াল ফেসবুক পেজে আলোচ্য দাবিটি খণ্ডন করে একটি বিবৃতি পোস্ট করে যাতে লেখা আছে, “ইন্ডিয়ানঅয়েল-এর তরফ থেকে জরুরি ঘোষণা। শীত হোক বা গ্রীষ্ম; গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক নির্দেশিত জ্বালানি ট্যাঙ্কের সর্বোচ্চ সীমা পর্যন্ত জ্বালানি ভরা সম্পূর্ণ নিরাপদ।” ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তাদের বিবৃতিতে গাড়িতে জ্বালানি নেয়ার সময় অর্ধেক ট্যাঙ্ক পূর্ণ করা বা বাতাসের জন্য ফাঁকা রাখার প্রসঙ্গে কোনো ধরণের বিবৃতির দায় নাকচ করে। পাশাপাশি, গাড়ি নির্মাতারা সব দিক বিবেচনা করেই গাড়ি ডিজাইন করেন, ফলে শীত কিংবা গ্রীষ্ম যে কোনো আবহওয়ায় জ্বালানি ট্যাঙ্কে পূর্ণমাত্রায় তেল ভরা সম্পূর্ণ নিরাপদ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। দেখুন--
এর আগেও ভারতীয় সামাজিক মাধ্যমে একই দাবি ছড়িয়ে পড়লে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ভেরিফায়েড অফিশিয়াল টুইটার একাউন্টে পোস্ট করে দাবিটি খণ্ডন করে বিবৃতি দিয়েছিল। তাছাড়া দাবিটি ২০২২ সালে বুম লাইভ যাচাই করেছে।
অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি।
সুতরাং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নামে ভুয়া বিবৃতি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।