HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ইদগাহ ভেঙে ফেলার ভিডিওটি লক্ষ্মীপুরের নয়

বুম বাংলাদেশ দেখেছে, বুলডোজার দিয়ে ইদগাহ ভেঙে ফেলার আলোচ্য ভিডিওটি ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার।

By - Mamun Abdullah | 1 Oct 2024 10:35 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে বুলডোজার দিয়ে একটি ইদগাহ ভাঙার ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ইদগাহটি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় অবস্থিত। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এখানে

গত ২৮ সেপ্টেমবর 'Md Muklesur Rahman' নামের একটি একাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে উল্লেখ্য করা হয়, "ভেঙে ফেলা হলো ইদগার মিনার, এটা হলো পরিবর্তনের উন্নয়ন। লক্ষ্মীপুর জেলা বান্দর মাথাদ ইদগাহ মাঠ।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে আলোচ্য ভিডিওটি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার কোনো ইদগাহ’র মিনার নয়; বরং এটি ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার একটি ইদগাহের মিনার ভাঙার দৃশ্য। 

আলোচ্য ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "Bulldozer action on illegal mosques in Goalpara" শিরোনামে ‘newzworldindia’ নামের একটি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। যেই ভিডিওটির সঙ্গে ফেসবুকে ভাইরাল দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। যেখানে বলা হয়, গোয়ালপাড়ার অবৈধ মসজিদ উচ্ছেদ করা হয়। ভিডিওটি দেখুন--

Full View


একই সার্চে ‘news18assamne’ নামের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়। যেই ভিডিওটির সঙ্গেও আলোচ্য ভিডিওটির মিল পাওয়া যায়। পোস্টে বলা হয়, গোয়ালপাড়ার বান্দরমাথাত প্ৰশাসনের উচ্ছেদ অভিযান। ৫৫ হেক্টর ভূমিতে বসবাস করা লোকের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলে। ভিডিওটির স্ক্রিনশট দেখুন-- 



‘news18assamne’ নামের ইনস্টাগ্রামে প্রকাশিত তথ্যের ভিত্তিকে কি ওয়ার্ড সার্চ করে "Bulldozers roll in Goalpara to clear 55 hectares of Bandarmatha Forest Reserve" শিরোনামে ‘হিন্দুস্থান ওয়াচের’ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, রাজ্যের গোয়ালপাড়া জেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘ সাত মাস পর ১১৮.০২ হেক্টর বন্দরমাথা সংরক্ষিত বনের ৫৫ হেক্টর দখলকারীদের হাত থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। স্ক্রিনশট দেখুন-- 



নিচে লক্ষ্মীপুর জেলার দাবিতে ফেসবুকে ভাইরাল ভিডিওটির স্ক্রিনশট এবং ‘newzworldindia’ এর ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটির স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি-- 



অর্থাৎ বুলডোজার দিয়ে ইদগাহ ভেঙে ফেলার ভিডিওটি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার নয়; প্রকৃতপক্ষে এটি ভারতের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার একটি ইদগাহের মিনার ভাঙার।

সুতরাং ভারতের আসামের একটি ইদগাহ মিনার ভাঙার ভিডিওকে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories