সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, গ্রুপ ও পেজ থেকে বেসরকারি সম্প্রচারমাধ্যম যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বাসা থেকে র্যাব দুই কোটি টাকা উদ্ধার করেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৪ আগস্ট 'Supporters of Bangladesh Awami League' নামের একটি গ্রুপে 'মোঃরায়হানুর রহমান' আইডি থেকে ছবি দুটি পোস্ট করে বলা হয়, "সমন্বয়ক কমিটির ৬জনের ১জন সমন্বয়ক,, সারজিস আলমের বাসা থেকে দুই কোটি টাকা উদ্ধার করেছে র্যাব-১০। তাহলে এইবার বুঝো তোমরা কাদের জন্য আন্দোলন করেছো?" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমের বাসা থেকে র্যাবের দুই কোটি টাকা উদ্ধার সম্পর্কিত কোনো ফটোকার্ড তৈরি করেনি বলে ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে সম্প্রচার মাধ্যম যমুনা টিভি।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে যমুনা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে কোনো ধরণের ফটোকার্ড কিংবা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
তবে, "যমুনা টিভির নামে ভুয়া কার্ড প্রচার বিভ্রান্ত না হতে কর্তৃপক্ষের আহ্বান" শিরোনামে সম্প্রচার মাধ্যমটির ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করেছে। যেখানে যমুনা টিভির নামে ভাইরাল ফটোকার্ডটি ফেক বলে নিশ্চিত করা হয়েছে। পোস্টটি দেখুন--
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ করে অন্য কোনো গণমাধ্যমেও আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো ধরণের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ সারজিস আলমের বাসা থেকে র্যাবের দুই কোটি টাকা উদ্ধার সম্পর্কিত কোনো ফটোকার্ড তৈরি করেনি যমুনা টিভি।
সুতরাং সারজিস আলমের বাসা থেকে র্যাব দুই কোটি টাকা উদ্ধার করেছে দাবিতে যমুনা টিভির ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।