HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মেট্রোরেলের ভাইরাল ছবিটি বাংলাদেশের নয়

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল ছবিটি ভারতের কোলকাতার মেট্রোরেল থেকে তোলা।

By - Mamun Abdullah | 29 Feb 2024 9:37 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি এবং পেজ থেকে দুটি যুগলের ঘনিষ্ঠভাবে বসে থাকা ও একটি যুগলের আলিঙ্গনরত ছবির কোলাজ পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি সম্প্রতি ১৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোরেলের মধ্যে থেকে ধারণ করা। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ১৬ ফেব্রুয়ারি 'Nazrul vai' নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়। যার ক্যাপশনে বলা হয, "তোরা মেট্রোরেল টাও ছার দিলি না, ১৪ই ফেব্রুয়ারি মেট্রোরেলে ক্যামেরা বন্ধি হলেন প্রেমিক প্রেমিকা 😅 #viralphoto #DhakaMetroRail #14Februari2024।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ভাইরাল ছবিটি বাংলাদেশের ঢাকা মেট্রোরেলের বরং ভারতের।

ভাইরাল হওয়া ছবিটির গুগল রিভার্স ইমেজ সার্চ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'তিলোত্তমা-kolkata' নামের একটি পেজ থেকে করা একটি পোস্টে আলোচ্য ছবিটি খুঁজে পাওয়া যায়। যার ক্যাপশনে বলা হয় "মেট্রো টাকে অন্তত রেহাই দে ভাই।" পোস্টটি দেখুন-- 

Full View

পেজটির অ্যাবাউট সেকশন থেকে জানা যায়, এটি পশ্চিমবঙ্গের কোলকাতা ভিত্তিক পরিচালিত একটি পেজ। স্ক্রিনশট দেখুন--  



এদিকে ভাইরাল হওয়া ছবিটি পর্যবেক্ষণ করে উপরে ডান পাশে ভারতের পতাকা সম্বলিত একটি লোগো লক্ষ্য করা যায়। যেখানে লেখা 'Azadi ka Amrit Mahotsav'। স্লোগানটির কি-ওয়ার্ড সার্চ করে 'amritmahotsav' নামের একটি ওয়েবসাইটে এ সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়। যেখানে বলা হয়, ২০২১ সালে শুরু হওয়া স্লোগানটি ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের একটি উদ্যোগ। স্ক্রিনশট দেখুন-- 


আলোচ্য ছবিতে মেট্রোরেলের লোগো (বামে) এবং 'amritmahotsav' নামের ওয়েবসাইটে পাওয়া লোগোর (ডানে) সাদৃশ্য দেখুন পাশাপাশি-- 



আর বাংলাদেশের মেট্রোরেলে কি আজাদি লোগো আছে কিনা জানতে কি-ওয়ার্ড সার্চ করে "মেট্রোরেলের ভেতর-বাহির" শিরোনামে বিডিনিউজের ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকা মেট্রোরেলের বেশ কয়েকটি ছবি যুক্ত করা হয়েছে। যদিও সেখানে এমন কোনো লোগো দেখা যায়নি। এছাড়া আলোচ্য ছবিতে মেট্রোরেলের ফ্লোর কিছুটা লালচে ও সিট কালচে রঙের লক্ষ্য করা যায়, যা ঢাকা মেট্রোরেলের ফ্লোর ও সিটের রং থেকে সম্পূর্ণ ভিন্ন। বিডিনিউজের প্রতিবেদনে প্রকাশিত ঢাকা মেট্রোরেলের ছবি দেখুন-- 


ওপরে প্রাপ্ত তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় যে, ছবিটি বাংলাদেশের ঢাকা মেট্রোরেল থেকে তোলা নয় বরং এটি ভারতের মেট্রোরেলের।

এদিকে, 'তিলোত্তমা-kolkata' নামের ফেসবুকে পাওয়া পূর্ণাঙ্গ ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বাংলাদেশের বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টেলিভিশনের অনলাইন ভার্সনে গত ১৭ ফেব্রুয়ারি "মেট্রোরেলে তরুণ-তরুণীর আলিঙ্গন: ছবিটি আসলে কোন জায়গার?" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। যেখানে ছবিটি বাংলাদেশের দাবিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে, এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তথ্য-প্রমাণের ভিত্তিতে এই প্রতিবেদনে বলা হয়, ছবিটি ঢাকা মেট্রোরেলের নয় বরং এটি কোলকাতা মেট্রোরেল থেকে তোলা একটি ছবি। সময় টিভির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--



অর্থাৎ তরুণ-তরুণীর আলিঙ্গণরত ভাইরাল ছবিটি ঢাকা মেট্রোরেল থেকে থেকে তোলা নয় বরং এটি ভারতের কোলকাতা মেট্রোরেল থেকে তোলা।

সুতরাং ভারতের কোলকাতার মেট্রোরেলের মধ্যে তরুণ-তরুণীর আলিঙ্গণরত একটি ছবিকে ঢাকার মেট্রোরেলের ছবি বলে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Related Stories