সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি ক্রিকেট বিশ্বকাপের পর ক্ষিপ্ত ভক্তরা তাকে হেনস্তা করছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ নভেম্বর 'Mahbubur Rhman Fahim' নামের একটি আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "শাকিব যে হারে সম্মান করলো এদেশে ক্রিকেট প্রেমিরা......!! লজ্জা থাকলে ক্রিকেট থেকে অবসর নেবে। আহারে লজ্জা...।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সাকিবের একটি পুরোনো ভিডিওর সাথে একটি নাটকের অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে। কয়েক মাস আগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুবাইতে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ার পর ধারণ করা একটি ভিডিওর অরিজিনাল সাউন্ড পরিবর্তন করে 'রক' নামের একটি নাটকের মারামারির দৃশ্যের সংলাপ "মার, মার" অডিও বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
ভিডিওটি থেকে কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "দুবাইয়ের সোনার দোকান উদ্বোধন, সাকিবকে ঘিরে জনস্রোত" শিরোনামে এনটিভির ইউটিউব চ্যানেলে অরিজিনাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। গত ২০২৩ সালের ১৬ মার্চে প্রকাশ করা ভিডিওর সঙ্গে আলোচ্য ভিডিওটির মিল পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, একই দিনে প্রকাশিত আরটিভির ইউটিউব চ্যানেলে "দুবাইয়ে সাকিবের সঙ্গে প্রবাসীদের এ কেমন আচরণ!" শিরোনামে আরেকটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। যেটি আলোচ্য ভিডিওর সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। ভিডিওটি দেখুন--
ভিডিওটিতে যুক্ত অডিওর উৎস:
আলোচ্য ভিডিওটির অরিজিনাল সাউন্ড এর জায়গায় মাইদুল রাকিব পরিচালিত এবং মোশাররফ করিম অভিনীত 'রক' নাটকের ৫৪ মিনিট ৩৮ সেকেন্ড থেকে একটি মারামারির দৃশ্যের সাউন্ড এডিট করে বসানো হয়েছে। CD CHOICE Drama নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত নাটকের ওই দৃশ্যে মোশাররফ করিমকে এক ছাত্রকে ঘিরে রাখা কয়েকজন শিক্ষার্থীকে উদ্দেশ্য করে ‘মার, মার’ বলে চিৎকার করতে দেখা যায়। যেটি আলোচ্য ভিডিওতেও শোনা যায়। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ দুবাইয়ে সাকিব আল হাসানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে যাওয়ার পর সাকিবের সাথে ভক্তদের ঘটা এক অপ্রীতিকর ঘটনার সময়ে ধারণ করা একটি ভিডিওতে 'রক' নাটকের একটি মারামারির দৃশ্যের অডিও যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং সাকিব আল হাসানের পুরোনো একটি ভিডিওতে নাটকের মারামারির দৃশ্যের অডিও যুক্ত করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।