সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি খুলনার বিএনপির সমাবেশের ভিডিও। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৩ অক্টোবর 'Muhammad Wahid Un Nabi' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "গতকাল খুলনার জনসমাবেশের একাংশের একটা ভিডিও পেলাম ইসহাক সরকার এর ওয়াল থেকে। গতকালের কোন ছবিই আমার মন মতন হয় নাই - মানুষের ০৩ দিনের কষ্ট - আওয়ামীদের বাধা তারপরও লক্ষ লক্ষ দেশপ্রেমীদের আগমন - বিজয় আমাদের আসছে- ইনশাহ আল্লাহ। মাত্র ০৯ সেকেন্ডের ভিডিও বলে দিচ্ছে - অনেক কিছু।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্টচেক
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি খুলনায় বিএনপির সমাবেশের নয় বরং এটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিজিয়ানাগ্রাম শহরে পাইদিথাল্লি আম্মাভাড়ু নামের এক উৎসবের ভিডিও।
ভিডিওটির কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করার পর, 'Madhuram vlogs' নামের একটি ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও সেকশনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা গত ১২ অক্টোবর পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, এটি ভারতের অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম শহরে পাইদিথাল্লি আম্মাভাড়ু উৎসব পালনের ভিডিও। একই বিবরণে আরও একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি পোস্ট করা হয়েছে গত ১৩ অক্টোবর। স্ক্রিনশট দেখুন--
ভিডিওটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের কিনা যাচাই করতে আরও মনোযোগ দিয়ে বিশ্লেষণ করলে আলোচ্য ভিডিওর এক স্থানে সনি সেন্টারের একটি আউটলেটের সাইনবোর্ড দেখতে পাওয়া যায়। গুগল স্ট্রিট ভিউয়ের সাহায্যে অনুসন্ধানের পর ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিজিয়ানাগ্রাম শহরের রাস্তায় সনি সেন্টার আউটলেটটি খুঁজে পাওয়া গেছে। এটির উপরে আরও একটি কালো সাইনবোর্ড দেখতে পাওয়া গিয়েছিল ফেসবুকের ভিডিওটিতে, সেটিও দেখতে পাওয়া যায় স্ট্রিট ভিউয়ে। দেখুন--
অর্থাৎ ভিডিওটি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভিজিয়ানাগ্রাম শহরেরই। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, গত ১১ অক্টোবর অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম এলাকায় পাইদিথাল্লি আম্মাভাড়ু নামে এক উৎসব পালিত হয়েছিল।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমাবেশে বিপুল জনসমাগমের খবর প্রকাশিত হয়েছে মূলধারার একাধিক সংবাদমাধ্যমে। তবে নিশ্চিত ভাবেই ফেসবুকে প্রচারিত ভিডিওটি উক্ত ঘটনার নয়।
সুতরাং ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি উৎসবের ভিডিওকে খুলনায় বিএনপির সমাবেশের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।