সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি সিলেটের সাম্প্রতিক বন্যার। ভিডিওটিতে বন্যার পানিতে একটি মোটরবাইক ভেসে যেতে দেখা যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৯ জুন 'M H Aman Hazari' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "আহ্ বন্যা… আহ্ জিন্দেগী …! সিলেটের ও করুণ অবস্থা এরুপ ....!" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি সিলেটের সাম্প্রতিক বন্যার নয় বরং ২০১৬ সালের ভারতের রাজস্থান রাজ্যের বন্যার ভিডিও এটি।
ভিডিও থেকে কী ফ্রেম কেটে রিভার্স সার্চ করার পর, ভারতের মূলধারার সংবাদমাধ্যম এনডিটিভি-এ "Heavy Rain Lashes Rajasthan, Several Districts Flooded' শিরোনামে একটি প্রতিবেদনে মোটর বাইকের ছবিটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৬ সালের ১০ আগস্ট সর্বশেষ আপডেট করা হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালে টানা বৃষ্টিতে রাজস্থানসহ উত্তর ভারতের একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। স্ক্রিনশট দেখুন--
এই সূত্রধরে সার্চ করার পর, 'Yogendra Rathore' নামের একটি ইউটিউব চ্যানেলে 'Flood in Rajasthan - Jodhpur | bike flow in the wate' ক্যাপশনে মূল ভিডিওটিই খুঁজে পাওয়া যায়। ২০১৬ সালের ১৬ আগস্ট পোস্ট করা ভিডিওটির বিবরণে লেখা হয়েছে, ভিডিওটি রাজস্থান রাজ্যের যোধপুরের। তৎকালে বন্যার পানিতে রাস্তায় থাকা এক ব্যক্তির মোটর বাইক ভেসে যায়।
অর্থাৎ ভিডিওটি সাম্প্রতিক নয় এবং সিলেটেরও নয়। বরং ভারতের রাজস্থান রাজ্যের ২০১৬ সালের বন্যার ভিডিও এটি।
সুতরাং ৬ বছর পুরোনো ভারতের রাজস্থানের বন্যার একটি ভিডিওকে সিলেটের সাম্প্রতিক বন্যার বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।