HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

তাহেরী ও আহমাদুল্লাহর ক্রিকেট খেলার ভিডিওটি এডিটেড

বুম বাংলাদেশ দেখেছে, ক্রিকেট খেলার দুটি ভিন্ন ভিডিওকে এডিটের মাধ্যমে জোড়া লাগিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

By - Ummay Ammara Eva | 29 May 2024 4:38 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যায় ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী এবং আহমাদুল্লাহ একসাথে ক্রিকেট খেলছেন।এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানেএখানে

গত ২৪ মে 'জুনিয়র mahin official.' নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "শায়েখদ্বয় খেলে 🤣আর আমরা পাবলিকরা একে অপরকে গালি দিয়ে নিজেদের আমল নামা ভারী করি 🥵😭"। ভিডিওটিতে ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী এবং আহমাদুল্লাহকে একসাথে ক্রিকেট খেলতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--



ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি এডিটেড। ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী ও আহমাদুল্লাহর ক্রিকেট খেলার দুটি পৃথক ভিডিওকে এডিট করে জোড়া লাগিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে ভিডিওটিতে গিয়াস উদ্দিন তাহেরীকে বল করতে দেখা যায় এবং ব্যাট হাতে নিয়ে আহমাদুল্লাহকে সেই বল মোকাবিলা করতে দেখা যায়। আলোচ্য ভিডিওটিতে তাহেরীকে দেখা যাচ্ছে এমন একটি কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'আল্লামা তাহেরি সমর্থক গোষ্ঠী☑️' নামের একটি ফেসবুক গ্রুপে 'তাহেরি হুজুর' নামে একটি একাউন্ট থেকে ২০২৩ সালের ২৩ জানুয়ারি "তাহেরি হুজুর আজ ক্রিকেট খেলতে নেমেছেন❤️" ক্যাপশনে করা একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে যুক্ত ভিডিওতে তাহেরীকে ক্রিকেট খেলতে দেখা যায়। ভিডিওটিতে তাহেরীর পোশাক এবং আশেপাশের দৃশ্য এবং আলোচ্য ভিডিওটিতে তাহেরীর পোশাক এবং আশেপাশের দৃশ্য এক। তবে ওই ভিডিওটিতে জনাব তাহেরীকে কয়েকজন শিশুর সাথে ক্রিকেট খেলতে দেখা গেলেও আহমাদুল্লাহকে দেখা যায়নি। স্ক্রিনশট দেখুন--



এবারে আলোচ্য ভিডিওটিতে দেখানো গিয়াস উদ্দিন তাহেরীর দৃশ্যের একটি স্ক্রিনশট (বামে) ও উপরের ফেসবুক পোস্টে প্রাপ্ত ভিডিওটি থেকে নেওয়া একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--



আবার আলোচ্য ভিডিওটিতে আহমাদুল্লাহকে দেখা যায় এমন একটি কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'Akram' নামে একটি ফেসবুক পেজে ২০২২ সালের ১১ আগস্ট "শায়খ আহমাদুল্লাহ ক্রিকেট খেলা,Sheikh ahmadullah" ক্যাপশনে করা একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক ভিডিওটিতে আহমাদুল্লাহকে ক্রিকেট খেলতে দেখা যায়। ভিডিওটিতে শায়েখ আহমাদুল্লাহর পোশাক এবং আশেপাশের দৃশ্য এবং আলোচ্য ভিডিওটিতে আহমাদুল্লাহর পোশাক এবং আশেপাশের দৃশ্য এক। তবে ওই ভিডিওটিতে আহমাদুল্লাহকে ক্রিকেট খেলতে দেখা গেলেও গিয়াস উদ্দিন তাহেরীকে দেখা যায়নি। স্ক্রিনশট দেখুন--



এবারে আলোচ্য ভিডিওটিতে দেখানো আহমাদুল্লাহর দৃশ্যের একটি স্ক্রিনশট (বামে) এবং উপরের ফেসবুক পোস্টে প্রাপ্ত ভিডিওটি থেকে নেওয়া একটি স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--



অর্থাৎ ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরী ও আহমাদুল্লাহ একসাথে ক্রিকেট খেলেননি বরং তাদের ক্রিকেট খেলার পৃথক দুটি ভিডিও এডিট করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।

সুতরাং এডিটের মাধ্যমে ভিন্ন দুটি ভিডিওকে যুক্ত করে তাহেরী ও আহমাদুল্লাহ একসাথে ক্রিকেট খেলছেন দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories