HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

জাল ভোট দেয়ার এই ভিডিওটি পুরোনো, ৭ জানুয়ারির নির্বাচনের নয়

বুম বাংলাদেশ দেখেছে, জাল ভোট দেয়ার পুরোনো একটি ভিডিওকে ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রচার করা হচ্ছে।

By - Mamun Abdullah | 16 Jan 2024 8:40 AM IST

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ, গ্রুপ ও আইডি থেকে একজন মহিলা ভোটার ৪ মিনিটে ৫০টি ভোট দিয়েছে এমন একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটি সম্প্রতি গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

গত ৭ জানুয়ারি 'Md Rakib Islam Rifat' নামের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, "৪ মিনিটে ৫০ টা ভোট দিছি, আমি আর কত ভোট দিমু? (ঢাকা ১৭ আসনের একজন মহিলা ভোটার) আওয়ামী লীগের অধীনে সুষ.......?"। ভিডিওটি পোস্টের তারিখ ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে হওয়ায় স্বাভাবিকভাবেই ব্যবহারকারীদের কাছে এটি সেদিনের ভিডিও মনে হতে পারে। নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন-- 


ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এটি সম্প্রতি গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের নয় বরং ভিডিওটি কয়েকমাস আগে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্র থেকে ধারণ করা।

আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটির উপরে বাম পাশে 'ঢাকা-১৭ উপ-নির্বাচন' লিখা রয়েছে। দেখুন--



এর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে "৪ মিনিটে ৫০ টা ভোট দিছি, আমি আর কত ভোট দিমু?" শিরোনামে 'Bangladesh Nationalist Party-BNP' ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২০ জুলাই পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেস্ক্রিপশন থেকে জানা যায়, ভিডিওটি ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন চলাকালে একটি ভোট কেন্দ্র থেকে ধারণ করা হয়েছে। আলোচ্য ভিডিওটি ও এই ফেসবুক ভিডিওটি হুবহু এক। ভিডিওটি দেখুন-- 

Full View


আরো কি-ওয়ার্ড সার্চ করে, ২০২৩ সালের ১৯ জুলাই "আমি ৪ মিনিটে ৫০ টা দিছি, আমি আর কত দিমু ‘ফাতিমা হয়ে গেলো আকলিমা’ আরাফাত এমপির কি ভাবে হয়" শিরোনামে 'Hero Alom OFFICIAL' নামের ইউটিউব চ্যানেলে একই ভিডিও পোস্ট করতে দেখা যায়। আলোচ্য ভিডিওটি ও এই ইউটিউব ভিডিওটিও হুবহু এক। স্ক্রিনশট দেখুন-- 


অর্থাৎ ৪ মিনিটে ৫০টি ভোট দেওয়া সংক্রান্ত আলোচ্য ভিডিওটি গত বছরের জুলাই মাসে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের সময়ে ধারণ করা, এটি গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নয়।

সুতরাং জাল ভোট দেয়া সংক্রান্ত একটি পুরোনো ভিডিওকে ফেসবুকে সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ের দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

Related Stories