HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি চট্টগ্রামে ট্রেন-মাইক্রো দুর্ঘটনায় নিহতদের নয়

চট্টগ্রামে ওই দুর্ঘটনার ঠিক আগ মুহুর্তের ভিডিও বলা হলেও বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ঘটনার।

By - Md Abdullah Khan | 16 Aug 2022 11:14 AM IST

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, গত ২৯ জুলাই বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হওয়ার ঘটনার ঠিক আগ মুহুর্তে ধারণ করা ভিডিও এটি। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৩১ জুলাই 'Talented Evil' নামের একটি ফেসবুক আইডি ভিডিও ক্লিপটি পোস্ট থেকে লেখা হয়, "চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনার কিছুক্ষণ আগের ভিডিও উদ্ধার! ***★★মৃত্যু কতটা সান্নিধে এই দৃশ্যটি তার জ্বাল জলন্ত প্রমাণ" পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

প্রসঙ্গত, গত ২৯ জুলাই বাংলাদেশের দক্ষিণ পূর্বের জেলা চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে ১১ জন নিহত হওয়ার খবর বাংলাদেশি একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। আরোহীরা একটি পিকনিক থেকে ফিরছিলেন। 

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিও ক্লিপটি উক্ত দুর্ঘটনার দুই দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পোস্ট করা হয়।

গুগল কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, 'AH Abir' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে ৩১ জুলাই "মিরসরাইয়ের ১১জনের মৃত্যুর ভিডিও নিয়ে গুজব" ক্যাপশনে পোস্ট করা লাইভ ভিডিও খুঁজে পাওয়া যায়। আবির নামে ঐ ব্যক্তি লাইভে এসে জানান, ভিডিওটি তার ছোট ভাই সাজ্জাদের টিকটক একাউন্ট থেকে শেয়ার করা হলে এক ব্যক্তি এই ভিডিওটি মিরসরাইয়ে দুর্ঘটনার ঠিক আগ মুহুর্তের বলে মন্তব্য করার প্রেক্ষিতে বিভ্রান্তিকর দাবিটি ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওকে ভিত্তিহীন দাবি করে আবির লাইভে বলেন, "আমি সেদিন যে হলুদ টি-শার্ট পরেছিলাম আজ আবার সেটি পরে লাইভে এসেছি। ভাইরাল ভিডিওটি দেখে আমাদের বন্ধুবান্ধব ও আত্নীয়-স্বজন দুশ্চিন্তা করছেন, আসলে এই দাবিটি মিথ্যা ও গুজব।" লাইভটি দেখুন-- 

Full View

এই সূত্র ধরে সার্চ করার পর, সাজ্জাদ নামের ওই টিকটক ব্যবহারকারী তার টিকটক একাউন্টে মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--

টিকটকটি দেখুন এখানে

টিকটক একাউন্ট sazzad7679 থেকে পোস্ট করা মূল ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--

টিকটকে পোস্ট করা মূল ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশট (ডানে)

অর্থাৎ ভিডিওটি মিরসরাইয়ের দূর্ঘটনার নয় বরং ভিন্ন একটি ঘটনার।

বুম বাংলাদেশের পক্ষ থেকে, আবিরের সাথে যোগাযোগ করা হলে, তিনি মিরসরাইয়ের দুর্ঘটনার সাথে এই ভিডিওটির কোন সম্পর্ক নেই বলে নিশ্চিত করেন।

সুতরাং ভিন্ন একটি ভিডিওকে মিরসরাইয়ের ট্রেন-মাইক্রো দূর্ঘটনার দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories