HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

মঞ্চ ভেঙ্গে পড়ে যাওয়ার ভিডিওটি কোক স্টুডিও'র কনসার্টের নয়

বুম বাংলাদেশ দেখেছে, ২০১৮ সালে ব্রাজিলের কাজুরু শহরে অনুষ্ঠানের মাঝে ডিজে কেভিনের স্টেজ ভেঙ্গে পড়ে যাওয়ার ভিডিও এটি।

By - Md Abdullah Khan | 10 Jun 2022 10:22 AM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, গতকাল ৯ জুন কোকাকোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত কোক স্টুডিও'র কনসার্টে মঞ্চ ভেঙ্গে শিল্পীর পড়ে যাওয়ার ভিডিও এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

গতকাল ৯ জুন 'চশমিশ চিত্রশিল্পী' নামের ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "কোক স্টুডিও কনসার্ট এর দ্বিতীয় অধিবেশনের ডান্সার শিল্পী হঠাৎ গায়েব হয়ে গিয়েছে 🙂" পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি অনুষ্ঠান উপস্থাপনা করার সময় কেভিন নামের ব্রাজিলিয়ান এক ডিজের মঞ্চ ভেঙ্গে পড়ে যাওয়ার ঘটনার, কোক স্টুডিও বাংলা'র কনসার্টের নয়।

ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, 'Cláudia 🍷🖖🏼' নামে একটি টুইটার একাইন্টে গত ১ জুন ইউটিবের লিংকসহ পোস্ট করতে দেখা গেছে। পর্তুগিজ ভাষায় লেখা ওই টুইটের স্বয়ংক্রিয় অনুবাদ থেকে জানা যায়, ভিডিওটি ২০১৮ সালে ব্রাজিলে ঘটা একটি ঘটনার। ব্রাজিলিয়ান ডিজে কেভিন কাজুরু শহরে একটি অনুষ্ঠানের মাঝে মঞ্চ ভেঙ্গে নিচে পড়ে যান। ভিডিওটি দেখুন--

এই সূত্র ধরে সার্চ করার পর, ব্রাজিলিয়ান রেডিও স্টেশন "Tarobafm"-এর ইউটিউব চ্যানেলে ভিডিওটি ২০১৮ সালের ১৬ জুন পোস্ট করতে দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, " Stage collapses and injures DJ Kevin | Cajuru-SP ( পর্তুগিজ থেকে স্বয়ংক্রিয় অনুবাদ)।

Full View

সার্চ করার পর, ব্রাজিলিয়ান গ্লোবো গ্রুপের নিয়ন্ত্রণাধীন নিউজ পোর্টাল G1-এ "DJ gets injured after being 'swallowed' by hole in stage during party in Cajuru, SP" শিরোনামে উক্ত ঘটনা সম্পর্কিত খবর প্রকাশিত হতে দেখা যায়। খবরের বিবরণ থেকে জানা যায়, উক্ত শিল্পী মঞ্চ ভেঙ্গে পড়ে আহত হলে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে দেন। স্ক্রিনশট দেখুন--

খবরটি পড়ুন এখানে

অর্থাৎ ভিডিওটি কোক স্টুডিও বাংলার কোন কনসার্টের নয় বরং ৩ বছর আগে ব্রাজিলের একটি অনুষ্ঠানের।

সুতরাং ৪ বছর আগে ব্রাজিলের একটি অনুষ্ঠানের ভিডিওকে কোক স্টুডিও বাংলার কনসার্টের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories