সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ভিডিওটি বাংলাদেশের কোনো স্কুল বা মাদ্রাসার। ভিডিওটিতে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের প্রার্থনা সঙ্গীত গাইতে দেখা যায়। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৭ জুলাই 'Mufti Asraf Ali Habibi' নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "নাউজুবিল্লাহ ৯০% মুসলমানের দেশে স্কুল মাদ্রাসায় হিন্দুত্ববাদী ডুকিয়ে দেওয়া হয়েছে।" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের আসাম রাজ্যের লাখিমপুর জেলার একটি মাদ্রাসার।
ফেসবুকে ভাইরাল ভিডিওটিতে 'DOBOKA LIVE 24x7' লেখা একটি লোগো দেখতে পাওয়া যায়। কী ওয়ার্ড ধরে সার্চ করার পর, "DOBOKA LIVE" নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া গেছে, যা ভারতের আসাম রাজ্যের বিভিন্ন সংবাদ প্রকাশ করে থাকে। পেজটিতে অনুসন্ধানের পর, ফেসবুকে ভাইরাল ভিডিওটিও খুঁজে পাওয়া যায়। অসমীয়া ভাষায় "ইছলামপুৰ ব্লক ছিনিয়ৰ মাদ্ৰাছাৰ প্ৰাৰ্থনা সভাৰ এটি দৃশ্য।" ক্যাপশনে ভিডিওটি গত ৬ জুন আপলোড করা হয়েছে। ক্যাপশনটির বাংলা করলে দাঁড়ায়- "ইসলামপুর ব্লক সিনিয়র মাদ্রাসার প্রার্থনা সভার একটি দৃশ্য।" ভিডিওটি দেখুন--
ভারতীয় সরকারের স্কুল বিষয়ক ওয়েব পোর্টালে ইসলামপুর ব্লক সিনিয়র মাদ্রাসা সম্পর্কিত তথ্য দেখুন এখানে।
মূলত, ভিডিওটিতে শিক্ষার্থীদের "তুমি করুণাময় জগতের প্রাণ" শিরোনামে একটি অসমীয়া সর্বধর্ম প্রার্থনা সঙ্গীত গাইতে শোনা যায়। বুম বাংলাদেশ অসমীয় ভাষায় গাওয়া এই প্রার্থনা সঙ্গীতটি আরও স্কুলে গাওয়ার ভিডিও খুঁজে পেয়েছে। এমন একটি ভিডিও দেখুন--
অর্থাৎ ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের আসাম রাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রার্থনা সঙ্গীতের।
সুতরাং ভারতের আসাম রাজ্যের একটি ভিডিওকে বাংলাদেশের দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।