সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার গলায় জুতার মালা পরানো হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৪ আগস্ট 'Airyen Rijbee' নামের একটি ফেসবুক আইডি থেকে এমন একটি ভিডিও ক্লিপ শেয়ার করে লেখা হয়, "ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি রিভার গলায় জুতার মালা দিয়েছে সাধারণ ছাত্রীরা।হায়রে ছাত্রলীগ" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। ভিডিওর নারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল ছাত্রলীগের সাবেক সভাপতি ইফফাত জাহান এশা আর ঘটনাটি ঘটে ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে।
ভিডিও থেকে কী ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে, 'Neela's diary Uk' নামের একটি ইউটিউব চ্যানেলে "ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান এশাকে গলায় জুতার মালা Iffat Jahan Esha fired from league D U" ক্যাপশন সহ মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৮ সালের ১২ এপ্রিল পোস্ট করা হয়েছে। ২০১৮ সালে পোস্ট করা এই ভিডিওটির সাথে সাম্প্রতিক ভাইরাল ভিডিওটির হুবহু মিল আছে। ভিডিওটি দেখুন--
এই সূত্র ধরে সার্চ করার পর, দৈনিক প্রথম আলো'র অনলাইন সংস্করণে ২০১৮ সালের ১১ এপ্রিল প্রকাশিত "ছাত্রী নির্যাতনে ঢাবিতে রাতে উত্তেজনা, ছাত্রলীগ নেত্রী বহিষ্কার" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে লেখা হয়েছে, "দিনের আন্দোলন শেষে ঘরে ফিরে গেলেও গতকাল মঙ্গলবার মধ্যরাতে আবারও হঠাৎ বিক্ষুব্ধ হয়ে ওঠেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনে অংশ নেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের তিন ছাত্রীকে নির্যাতনের প্রতিবাদে কয়েক হাজার শিক্ষার্থী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইফফাত জাহানকে বহিষ্কারের দাবিতে মধ্যরাতে হলের ভেতরে-বাইরে অবস্থান নেন।" প্রতিবেদনে আরও লেখা হয়েছে, "কবি সুফিয়া কামাল হলের ভেতরে বিক্ষুব্ধ ছাত্রীরা ইফফাতের গলায় জুতার মালা পরিয়ে দেন।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওর নারী ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী রিভা নন বরং সাবেক ছাত্রলীগ নেত্রী ইফফাত জাহান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ইফফাত জাহানকে জুতার মালা পরিয়ে দেয়ার ঘটনাটি ঘটে ২০১৮ সালে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে।
প্রসঙ্গত সাম্প্রতি ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভার একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরার খবর প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে। তবে আলোচ্য ভিডিওটি রিভা নামের ঐ ছাত্রলীগ নেত্রীর নয়। পাশাপাশি ইডেন কলেজে এ ধরনের ঘটনা ঘটার কোনো সংবাদ খুঁজে পাওয়াও যায়নি।
সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের সাবেক এক ছাত্রলীগ নেত্রীর ভিডিওকে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীর দাবি করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।