HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফেক নিউজNo Image is Available
ফ্যাক্ট ফাইলNo Image is Available
শরীর স্বাস্থ্যNo Image is Available
ফেক নিউজ

ভিডিওটি কোনো সচিবের পিএস'কে শ্রমিক নেতাদের মারধরের ঘটনার নয়

বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজা উদযাপন পরিষদের সভায় দুই পক্ষের হাতাহাতির ঘটনার।

By - Md Abdullah Khan | 9 Aug 2022 8:30 PM IST

সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, বাস ভাড়া নির্ধারণী সভায় জ্বালানি সচিবের সামনে সচিবের পিএস জাহাঙ্গীরকে মারধর করেছেন শ্রমিক নেতারা। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে

গত ৮ আগস্ট 'কামরুল বাংলাদেশ' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করে লেখা হয়, "জ্বালানি সচিবের সামনে সচিবের পিএস জাহাঙ্গীরকে মারধর করেছে শ্রমিক নেতারা। বাস ভাড়া নির্ধারণী সভায় সরকারের পক্ষে বারবার ওকালতি করছিল জাহাঙ্গীর, এতে ক্ষিপ্ত হয়ে পরিবহন শ্রমিকরা মারধর শুরু করে।" পোস্টের স্ক্রিনশট দেখুন--

পোস্টটি দেখুন এখানে

ফ্যাক্ট চেক:

বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটির বর্ণনায় করা দাবিটি সঠিক নয়। বাস ভাড়া নির্ধারণ নিয়ে কোনো সচিবের পিএস'কে শ্রমিক নেতাদের মারধরের ঘটনার নয় বরং ফরিদপুরের নগরকান্দায় পূজা উদযাপন পরিষদের সভায় মারামারির ঘটনার ভিডিওটি এটি।

ভিডিওটির কি-ফ্রেম কেটে রিভার্স ইমেজ সার্চ করার পর, অনলাইন ভিত্তিক সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ ডটকমে "ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের সভায় মারামারি" শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা গত ০৭ আগস্ট প্রকাশিত হয়। হুবহু আলোচ্য ভিডিওটি যুক্ত থাকা ওই প্রতিবেদনে বলা হয়, "ফরিদপুরের নগরকান্দায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভায় হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা চেয়ারম্যান ও মেয়রের সামনে এ ঘটনা ঘটে। রোববার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরকান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের দুটি কমিটি। যার একটির সভাপতি বিধান মন্ডল ও অপরটির সভাপতি মনোরঞ্জন বিশ্বাস। দুই কমিটির জন্য বিভিন্ন সময় প্রশাসনিক ও সামাজিক জটিলতা তৈরি হয়।" স্ক্রিনশট দেখুন--

প্রতিবেদনটি দেখুন এখানে

আরো সার্চ করার পর, বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলেও গত ৭ আগস্ট আপলোড করা হুবহু ভিডিওটি খুঁজে পাওয়া গেছে। যার শিরোনামে লেখা হয়েছে, "ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের সভায় হট্টগোল হাতাহাতি"। ভিডিওটি দেখুন--

Full View

চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলের ভিডিওর সাথে ফেসবুকে ভাইরাল ভিডিওটির হুবহু মিল আছে। ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশটের পাশাপাশি তুলনা দেখুন--

ইউটিউব ভিডিও থেকে নেয়া স্ক্রিনশট (বামে) এবং বিভ্রান্তিকর দাবির ফেসবুক ভিডিওর স্ক্রিনশট (ডানে)

অর্থাৎ ভিডিওটি বাস ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে কোনো সচিবের পিএস'কে শ্রমিক নেতাদের মারধরের ভিডিও নয়।

প্রসঙ্গত, সম্প্রতি দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাস ভাড়া বাড়িয়ে সমন্বয় করতে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারের বরাতে ডিজেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে দূর পাল্লায় ৪০ পয়সা এবং নগরে ৩৫ পয়সা বাড়ানো হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে গনমাধ্যমে। বৈঠকে কোনো হাতাহাতির ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়নি।

সুতরাং ফরিদপুরে পূজা উদযাপন পরিষদের সভায় দু'পক্ষের মারামারি ভিডিওকে বাস ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে সরকারের পক্ষে কথা বলায় এক সচিবের পিএস'কে মারধরের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।

Tags:

Related Stories